আগামী বছরের মার্চেই শুরু হতে যাচ্ছে ভারতের ফ্রাঞ্চাইজি লীগ আইপিএলের ১৭ তম আসর। তবে এই আসরের আগেই দলের সাবেক ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে আনবে মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাট টাইটান্স ছেড়ে পুনরায় মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিবেন হার্দিক পান্ডিয়া।
ইএসপিএন ক্রিকইনফো একটি প্রতিবেদনে জানায়, গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে যেতে প্রস্তুত পান্ডিয়া। তার এই ট্রান্সফারটি নগদ অর্থের বিনিময়ে হবে যার যার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৫ কোটি রুপি দিতে হবে। পাশাপাশি গুজরাট টাইটান্সকে ট্রান্সফার ফি ও দিতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের যার ৫০% পাবেন পান্ডিয়া।
যদি হার্দিক পান্ডিয়ার এই ট্রান্সফারটি সফল হয় তাহলে তা সম্ভবত আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি হতে যাচ্ছে। কিন্তু এই ট্রান্সফার সম্পর্কে এখনো কোনো কিছু যানায়নি এই দু’টি ফ্রাঞ্চাইজি দল।
তবে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এই ট্রান্সফারটি অনেক বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কেননা শেষ নিলামের পর তাদের কাছে রয়েছে মাত্র ৫ লাখ রুপি। আসন্ন আইপিএল নিলামের জন্য তারা ৫ কোটি রুপি খরচ করতে পারবে। তাই পান্ডিয়াকে পুনরায় দলে ভেড়াতে হলে কয়েকজন খেলোয়াড় কে ছেড়ে দিতে হবে মুম্বাইয়ের। আর তা করতে হবে ২৬ নভেম্বর বিকেল সাড়ে চারটার মধ্যেই।
আগামী ডিসেম্বরের ১৯ তারিখে দুবাইয়ে আইপিএলের ১৭তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। গত আসরের ন্যায় এই আসরেও দশটি দল অংশ নেবে।
আরও পড়ুন: বিশ্বকাপের পর সুখবর পেল মুজিব-রশিদরা
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৩/এমটি