নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধীনে আইপিএলের এবারের আসরের শুরুটা মোটেও সুবিধার হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। হার দিয়ে আসর শুরু করে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। এবার রাজস্থানের বিপক্ষে হেরে টানা তিন ম্যাচে হারের মুখ দেখল পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
সোমবার (১ এপ্রিল) আসরে নিজেদের তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে মুম্বাই। জবাবে ৬ উইকেট হাতে রেখে সহজেই জয় তুলে নেয় রাজস্থান।
এদিন ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিংয়ে ২০ রানেই ৪ উইকেট হারায় মুম্বাই। এরপর তালিক ভার্মা ও হার্দিক পান্ডিয়ার জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় দলটি। দলীয় ৭৬ রানের মাথায় পান্ডিয়া ফিরে গেলে ভেঙে যায় ৫৬ রানের জুটি।
পান্ডিয়া ৩৪ এবং তার কিছুক্ষণ পরই তালিক ভার্মা ৩২ রান করে ফিরে যান। এরপর ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় মুম্বাই। শেষ পর্যন্ত ১২৫ রানে থামে তাদের ইনিংস।
রাজস্থানের হয়ে বোল্ট এবং যুজবেন্দ্র চাহাল ৩টি এবং নান্দ্রে বার্গার ২ টি উইকেট শিকার করেছেন।
স্বল্প রানের জবাবে ব্যাট করতে নেমে ২৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় রাজস্থান। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেছেন দুর্দান্ত ফর্মে থাকা রিয়া পরাগ। এ নিয়ে টানা ৩ ম্যাচে ৩টি চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি।
মুম্বাইয়ের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন আকাশ মাধওয়াল।
সংক্ষিপ্ত স্কোর:
মুম্বাই ইন্ডিয়ান্স: ১২৫/৯ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস: ১২৭/৪ (২০ ওভার)
ফলাফল: রাজস্থান ৬ উইকেটে জয়ী
আরও পড়ুন: সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সাক্ষাতে কি বললেন মুস্তাফিজ?
ক্রিফোস্পোর্টস/১এপ্রিল২৪/এমটি