বছরের শুরুতে পাকিস্তানের হয়ে টেস্ট সিরিজ খেলতে অসম্মতি জানিয়ে বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়ে ছিলেন হারিস রউফ। এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে ছাটাই করা হয়েছিল এই পাক পেসারকে। অবশেষে নিজের ভুল স্বীকার করে লিখিত ক্ষমা চাওয়ায় কেন্দ্রীয় চুক্তিতে নিজের স্থান ফিরে পেয়েছেন রউফ।
আজ রোববার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তিনি বলেন, ‘তার (রউফ) লিখিত জবাব পাওয়ায় বোর্ড তাকে কেন্দ্রীয় চুক্তিতে পুনরায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা হারিস রউফের ফিটনেস নিয়ে চিন্তিত ছিলাম। কারণ, তিনি পিএসএলে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছে। আমাদের তার সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।’
গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ফিটনেস ও ওয়ার্কলোডের বিষয় উল্লেখ করে সরে গেলেও ওই সময় রউফ অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলার জন্যে পিসিবির কাছে অনাপত্তি (এনওসি) চেয়েছিলেন। আর এতেই তখন বেধেছিল বিপত্তি। জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পাশাপাশি বিদেশি লিখে খেলার এনওসি হারান তিনি।
এদিকে হারিস রউফ নিজেকে অস্ট্রেলিয়া সিরিজ থেকে সরিয়ে নেয়ার পর তিন ম্যাচের সেই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছিল পাকিস্তান। একমাত্র অভিজ্ঞ বোলার শাহিন আফ্রিদির সঙ্গে পেস আক্রমণে ছিলেন অভিষিক্ত আমের জামাল ও আবরার আহমেদরা। তবে পাকিস্তান হেরেছিল মূলত তাদের ব্যাটিং ব্যর্থতার কারণে।
আরও পড়ুন: লিটনসহ ৩ ব্যাটারের ডাক, বড় ব্যবধানে হতে পারে বাংলাদেশের হার
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৪/এফএএস