বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে অবস্থান করছে ভারতে। সেখানে তাদের সামনে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ-ভারতের মধ্যকার এই সিরিজ নিয়ে আগ্রহের কমতি নেই ক্রিকেট পাড়ায়। তবে ভারতীয় অসংখ্য সাবেক ক্রিকেটার মনে করছেন এখানে খুব একটা সুবিধা করতে পারবে না বাংলাদেশ।
ভারতের বিপক্ষে পূর্ব পরিসংখ্যান দেখলে বেশ অসহায় মনে হবে টাইগারদের। যেখানে দুই দেশের মুখোমুখি লড়াইয়ে ১৩ ম্যাচের ১১টিতেই জিতেছে ভারত। আর বাকি ২ ম্যাচ হয়েছিল ড্র। টেস্টে ভারতের বিপক্ষে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা দেখাতে না পারায় বাংলাদেশ সিরিজ নিয়ে আগ্রহ হারিয়েছিলেন অনেকে।
তবে এবার দৃশ্যপট ভিন্ন। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে বাংলাদেশের কাছ থেকে কিছুটা লড়াই আশা করছেন। এই সিরিজ নিয়ে নিজের আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। অবশ্য পূর্ববর্তী সিরিজ গুলোতে বাংলাদেশের বাজে পারফরম্যান্স ও জয়ের ইচ্ছা না থাকার কথাও উল্লেখ করেছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে হার্শা ভোগলে বলেছেন, ‘আসলে বাংলাদেশের সাথে সিরিজ দর্শকদের খুব বেশি মাতিয়ে রাখে না। কারণ এর আগে বাংলাদেশ যখনই টেস্ট ম্যাচ খেলতে এসেছে তারা আসলে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। ১৩ টেস্টের মধ্যে ১১টিতে হেরেছে, ২টি ড্র হয়েছে বৃষ্টির কারণে। তাদের মধ্যে জেতার তেমন ইচ্ছা আমি দেখতে পাইনি।’
২০১৯ সালের পিঙ্ক বল টেস্টের কথাও উঠে এসেছে তার কথায়। যেখানে ভারতের সামনে টাইগারদের রীতিমত অসহায় আত্মসমর্পণের কথা তুলে ধরেন তিনি, ‘শেষ বার তাদের দেখেছি ২০১৯ সালে, কলকাতায় দিবারাত্রির ম্যাচে। আমি আসলে তাদের মাঝে সেই ইচ্ছাটা দেখিনি প্রতিদ্বন্দ্বিতা করার মত। যে ঠিকাছে, আমরা জানি আমরা আন্ডারডগ, তবে আমরা লড়াই করব।’
তবে আসন্ন এই সিরিজ নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন হার্শা ভোগলে। এমনকি তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের বর্তমান টেস্ট দলের কথাও, ‘এখন আমি কেন বাংলাদেশের ভারত সফর নিয়ে এতটা আগ্রহী হলাম? কারণ আমি সত্যিই বিশ্বাস করি যে, এটা অনেক দিনের মধ্যে আমার দেখা তাদের (বাংলাদেশের) সেরা টেস্ট দল।’
বাংলাদেশকে সমীহ করলেও ভারতকেই ফেবারিট মনে করছেন হার্শা। আর বাংলাদেশের কাছ থেকে লড়াই দেখতে চান তিনি, ‘ভারত অনেক এগিয়ে থেকে ফেভারিট হিসেবে শুরু করবে। আমি বাংলাদেশের কাছ থেকে কিছুটা লড়াই আশা করব। কারণ এটা আমি আগে দেখিনি। যদি তারা লড়াইটা করতে পারে তাহলে দারুণ একটি টেস্ট সিরিজ দেখব আশা করতে পারি।’
আরও পড়ুন: ইউক্রেনকে হারিয়ে ফুটসাল বিশ্বকাপে আর্জেন্টিনার শুভ সূচনা
ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৪/এফএএস