বিশ্বকাপে খুব বাজে সময় পার করছে পাকিস্তান। একের পর এক হারে নড়বড়ে পাকিস্তান দল। তবে এবার নতুন করে পাকিস্তান শিবিরে যোগ হয়েছে আরেকটি দুঃসংবাদ। অসুস্থতার কারণে প্রোটিয়াদের বিপক্ষে অনেকটাই অনিশ্চিত হাসান আলী।
পাকিস্তান দলের একটি শক্তিশালী দিক হচ্ছে তাদের পেস বোলিং ইউনিট। তবে এই বিশ্বকাপে অনেকটাই হতাশ করেছে পাকিস্তানের পেস বোলাররা। বিশ্বকাপের আগেই চোটের কারনে দল থেকে ছিটকে যান নাসিম শাহ। তার পরিবর্তে দলে ডাক পান হাসান আলী।
বিশ্বকাপের পাঁচটি ম্যাচের সবগুলোই খেলেছেন হাসান আলী। তবে গত পরশু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন তিনি। এর ফলে দলের সাথে অনুশীলনে যোগ দেন নি তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, ধীরে ধীরে সেরে উঠছেন হাসান আলী। তবে সে খেলতে না পারলে তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
শেষ মুহূর্তে বদলি হিসেবে দলে ডাক পেয়েও বিশ্বকাপে খারাপ করেননি হাসান আলী। পাকিস্তানের অন্যান্য বোলারদের প্রেক্ষাপটে চিন্তা করলে তিনি মোটামুটি ভালোই করেছেন। পাঁচ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৮টি। তাই দলে তার অন্তর্ভুক্তি অনেকটাই গুরুত্বপূর্ণ।
আজ বেলা ২.৩০ মিনিটে শেষ চারের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। চেন্নাইয়ের এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: রাতের বেলা ঢাকা ছেড়ে কলকাতায় গেলেন সাকিব
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৩/এমটি/এজে