ভারতের বিপক্ষে আজ বৃহস্পতিবার প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। চেন্নাইয়ে দিনের প্রথম দুই সেশনে টাইগারদের বোলিং তোপে ৬ উইকেটে হারায় স্বাগতিকরা। তবে শেষ সেশনে দুর্দান্ত ব্যাটিং করে দিনশেষে চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া।
এদিন ভারতের বিপক্ষে প্রথম দুই সেশনে বোলিংয়ে আসেননি সাকিব আল হাসান। দিনের তৃতীয় সেশনে ইনিংসের ৫৩তম ওভারে নিজের প্রথম স্পেল করতে আসেন এই স্পিনার।
সবশেষ পাকিস্তান সিরিজে বল হাতে দারুণ ছিলেন সাকিব। তাছাড়া সম্প্রতি ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে দুই ইনিংসে ৯ উইকেট শিকার করেন তিনি। ব্যাটিংয়ে কিছুটা স্ট্রাগল করলেও বল হাতে ভালো সময় পার করছিলেন এই স্পিনার। তবে ভারতের বিপক্ষে আজ কি কারণে সাকিবের এতো দেরিতে বোলিংয়ে আসেন, এ নিয়ে ক্রিকেট পাড়ায় বেশ আলোচনা চলছে।
আরও পড়ুন:
» র্যাঙ্কিংয়ে পয়েন্ট হারাল ব্রাজিল-আর্জেন্টিনা, বাংলাদেশ কোথায়?
» ধারাভাষ্যে সাকিবের প্রশংসা করে যা বললেন তামিম
তবে এ প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশের হয়ে আজ দুর্দান্ত বোলিং করা হাসান মাহমুদ। মূলত শুরুতে পেসাররা ভালো বোলিং করার কারণেই সাকিবকে দেরিতে বোলিংয়ে আনেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে হাসান বলেন, ‘ম্যাচের শুরুতে পেসারা ভালো বোলিং করছিল। প্রথম দুই সেশনে উইকেটও পড়ছিল। পেসারদের বোলিং ভালো হওয়ার কারণে স্পিনারদের দেরিতে আনা হয়েছে।’
এদিন ইনিংসের ৫৩তম ওভারে বোলিং করতে এসে তেমন সুবিধা করতে পারেননি সাকিব। প্রথম ওভার থেকেই তার ওপর চড়া হন ভারতের ব্যাটাররা। এদিন মোট ৮ ওভার বোলিং করে ৬.২৫ গড়ে ৫০ রান দিয়েছেন সাকিব। তবে কোনো উইকেটের দেখা পাননি এই বাঁহাতি স্পিনার।
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৪/বিটি