![Hasan Mahmud](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Hasan-Mahmud-e1739209602376.jpg.webp)
গত ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ। সেখানে জায়গা চার পেসারের। তবে দারুণ ছন্দে থাকলেও এই চার পেসারের মধ্যে জায়গা হয়নি হাসানের। তবে চূড়ান্ত দলে না থাকলেও দলের সঙ্গে দুবাই যাচ্ছেন এই ডানহাতি পেসার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। তাই দুবাইয়ে প্রথম ম্যাচ খেলে পাকিস্তানে পাড়ি জমাবেন টাইগাররা। তবে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে তাসকিন-মুস্তাফিজদের সঙ্গে দেখা যাবে হাসান মাহমুদকেও।
বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের সঙ্গে দুবাইয়ে সফর করবেন হাসান মাহমুদ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই তাকে দেশে ফেরত পাঠানো হবে।
মূলত দলের অনুশীলনে মানসম্পন্ন পেসার রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে মিরপুরে চলমান প্রস্তুতি ক্যাম্পেও দলের বাইরে বাইরে থাকা একাধিক পেসার রাখা হয়েছে। মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুশফিক হাসানের মতো পেসাররা এই ক্যাম্পে আছেন।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আদর্শ প্রস্তুতি হয়নি, তবুও আশাবাদী সিমন্স
চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে গত ৮ ফেব্রুয়ারি থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সেই ধারাবাহিকতায় আজ (সোমবার) তৃতীয় দিনের মতো মিরপুর শের-ই বাংলায় অনুশীলনে নামেন ক্রিকেটাররা। আগামী ১২ তারিখ পর্যন্ত চলবে এই অনুশীলন। এরপর ১৪ তারিখ দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম টাইগার্স।
আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। পরদিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। তবে এর আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে পাকিস্তানের রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে উড়াল দেবেন শান্তরা। সেখানে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে টিম টাইগার্স।
ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৫/বিটি
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)