শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের হয়ে সিলেটে অভিষেক হয়েছিল ডানহাতি পেস বোলার হাসান মাহমুদের। অভিষেক ম্যাচেই দুই ইনিংস বল করে তিনি তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের ৬ উইকেট। অবশ্য সেই ম্যাচে ১৯২ রানে লঙ্কানদের কাছে হেরেছিল টাইগাররা।
সম্প্রতি আইসিসির প্রকাশিত নতুন টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে টাইগারদের লাল বলের ক্রিকেটে অভিষিক্ত নতুন পেসার হাসান মাহমুদের। হালনাগাদকৃত টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে এক লাফে সেরা ১০০ বোলারের মধ্যে উঠে এসেছেন ডানহাতি এই বোলার। বর্তমানে হাসান মাহমুদের অবস্থান ৯৫তম।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট শিকার করেছিলেন হাসান মাহমুদ। এরপরের ইনিংসেই আরো ৪ উইকেট তুলে নেন তিনি। এতে করে দেশের দ্বিতীয় পেস বোলার হিসেবে অভিষেক টেস্টে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হাসান মাহমুদ। যে রেকর্ড ২০০১ সালে মাত্র এক ইনিংস বল করেই প্রথম করেছিলেন মঞ্জুরুল ইসলাম।
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে সাদা বলের ক্রিকেটে দারুন লড়াই করলেও টেস্ট ফরমেটে লঙ্কানদের কাছে বেশ ভরাডুবি হয়েছে বাংলাদেশের। চট্টগ্রামে প্রথম টেস্টে রেকর্ড ৩২৮ রানে পরাজয়ের পর দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় হেরে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়েছিল স্বাগতিকরা। এতে টেস্ট র্যাঙ্কিংয়ে একাধিক ক্রিকেটারের অবস্থানের হয়েছে পরিবর্তন।
দুই ম্যাচেই বাজে পারফরম্যান্স করে র্যাঙ্কিংয়ে টেস্টে ব্যাটারদের তালিকায় ৫ ধাপ নেমে লিটন দাস এখন আছেন ২৯ নম্বরে। আর অধিনায়ক শান্ত ৮ ধাপ পিছিয়ে আছেন ৬১তম স্থানে। তবে ব্যক্তিগত কিছু পারফরমেন্সে ব্যাটিং অবস্থানের উন্নতি হয়েছে জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ এবং মমিনুল হকের।
আরও পড়ুন: আরও একবার ‘পার্পল ক্যাপ’ হারালেন মুস্তাফিজ
ক্রিফোস্পোর্টস/১১এপ্রিল২৪/এফএএস