Connect with us
ক্রিকেট

ভারতের মাঠে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

ভারতে হাসান মাহমুদের ফাইফার। ছবি- সংগৃহীত

নিজের ক্যারিয়ারের মাত্র চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমে দারুন এক কীর্তি গড়ে বসলেন টাইগার পেসার হাসান মাহমুদ। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন বোলার হিসেবে ভারতের মাটিতে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন তিনি।

আজ শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের খেলায় ভারতকে ৩৭৬ রানে অলআউট করেছে বাংলাদেশ। যেখানে ভারতীয় ইনিংসের শেষ উইকেট হিসেবে জসপ্রিত বুমরাহকে আউট করে নিজের ফাইফার পূরণ করেন হাসান মাহমুদ।

এছাড়া গতকাল ম্যাচের প্রথম দিনের খেলায় ভারতের টপ অর্ডার রীতিমতো লন্ডভন্ড করে দিয়েছিলেন এই পেস বোলার। এদিন ২০০০ সালের পর ভারতের মাটিতে দ্বিতীয় কোন পেসার প্রথম দিনের খেলায় ৪ উইকেট শিকার করেছেন।

আজ নিজের ফাইফার পূরণ করে ২০০৮ সালে প্রোটিয়া বোলার ডেইল স্টেইনের পর বিদেশি কোন বোলার হিসেবে ভারতের মাটিতে এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন হাসান। আর বাংলাদেশি বোলারদের মধ্যে এর আগে ২০১৯ সালে আবু জায়েদের ভারতে ৪ উইকেট শিকার ছিল সেরা।

গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে। যেখানে দিনের শুরুতে ভারতকে একেবারে কাঁপিয়ে দিয়েছিল তরুণ টাইগার বোলার হাসান। তুলে নিয়েছিলেন ভারতের প্রথম ৪ উইকেট।

সেদিন ভারতের বাঘা বাঘা সব ব্যাটারদের উইকেট তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। যেই তালিকায় আছে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল ও ঋশভ পান্থের মতো তারকা ক্রিকেটারের নাম। আজ ভারতীয় ইনিংসের শেষ উইকেট হিসেবে বুমরাহকে আউট করে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

আরও পড়ুন: হাসানের ফাইফার ও তাসকিনের দাপটে দিনের শুরুতে অলআউট ভারত

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট