Connect with us
ক্রিকেট

হাসান মাহমুদের নতুন কীর্তি, অভিষেকের বছরেই ভাঙলেন রেকর্ড

হাসান মাহবুব। ছবি- সংগৃহীত

চলতি বছরের মে মাসে শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক হয়েছিল তরুণ পেসার হাসান মাহমুদের। তারপর নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। প্রতিনিয়ত নিজেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তুলে ধরেছেন ২৫ বছর বয়সী এই পেসার। এবার নিজের অভিষেকের বছরেই গড়লেন দারুণ এক রেকর্ড।

বাংলাদেশের পেসারদের মধ্যে লাল বলের ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেছেন হাসান। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন জশুয়া দা সিলভাকে আউট করে এই রেকর্ড গড়নে তিনি। তারপর আলজারি জোসেফ ও কেমার রোচকে ফিরিয়ে এক বছরে সর্বোচ্চ ২৫ উইকেট শিকার করেন হাসান মাহমুদ।

দারুন এই রেকর্ড করতে হাসান মাহমুদ খেলেছেন ১৩ ইনিংস। এর আগে এই রেকর্ড ছিল সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেনের দখলে। ২০০৮ সালে এক পঞ্জিকা বর্ষে টাইগার পেসারদের মধ্যে সর্বোচ্চ ২৩ উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন তিনি। যা করতে তার প্রয়োজন হয়েছিল ১৪ ইনিংস।

আরও পড়ুন:

» শেষ বিকেলে বাংলাদেশের ধাক্কা, আজ ঘুরে দাঁড়াতে পারবে মিরাজরা?

» বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (২৪ নভেম্বর ২৪)

এবার নিজের অভিষেক বছরেই এতদিনের সেই রেকর্ড ভেঙে নিজের নামে করলেন হাসান মাহমুদ। এই ম্যাচে মাঠে নামার আগেই শাহাদাত হোসেনের সেই রেকর্ডে ভাগ বসিয়ে রেখেছিলেন তিনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন উইকেট শিকার করে শাহাদাতের সমান উইকেট এক বছরের কম সময়েই পেয়েছিলেন হাসান।

এর আগে ভারতের মাটিতে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। যদিও সিরিজের বাকি ইনিংসে তখন খুব একটা ভালো করতে পারেননি তিনি। এদিকে তাসকিন, এবাদত, খালেদ আহমেদের মতো পেসাররা এতদিন টেস্টে ধারাবাহিক ভাবে খেললেও কেউ ভাঙতে পারেননি শাহাদাতের সেই রেকর্ড, যা হাসান মাহমুদ করে দেখালেন অভিষেকের প্রথম বছরেই।

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট