সম্প্রতি ভারত সিরিজের মাঝেই সাকিব আল হাসান ঘোষণা দিয়েছিল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজই তার টেস্ট ক্যারিয়ারের শেষে সিরিজ। সেজন্য ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টের দলেও রাখা হয়েছিল সাকিবকে। কিন্তু নিরাপত্তা জনিত কারণে দেশে আসছেন সাকিব আল হাসান। তাই প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে সাকিবের নাম। সাকিবের জায়গায় দলে ডাক পেয়েছেন স্পিনার হাসান মুরাদ।
সাকিবের দেশে না ফেরার খবরটি নিশ্চিত হওয়ার পর আজ (শুক্রবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলে সাকিবের স্থলাভিষিক্ত করা হয় বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে। গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিলো এই বাঁহাতি স্পিনারকে। যদিও সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। কিন্তু চলতি বছরের এশিয়ান গেমসে ম্যাচ খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২৩ বছর বয়সী এই ক্রিকেটারর। এশিয়ান গেমসে দুই ম্যাচে মাঠে নেমেছিলেন মুরাদ।
ঘরোয়া এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে মুরাদের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩০ ম্যাচ খেলে হাসান মুরাদ উইকেট নিয়েছেন ১৩৬ টা। নিউজিল্যান্ড সিরিজের মতো এবারও সেরা একাদশে থাকাটা কঠিন মুরাদের জন্য। কারণ দলে আছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং দুই অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
সম্প্রতি খেলোয়াড়দের সাথে অসদাচরণ করার কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই শোকজ ও বরখাস্ত করা হয়েছে চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। সিমন্সের অধীনেই ভারতের বিপক্ষে টেস্টে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার ক্ষত কাটিয়ে উঠে নতুন শুরুর ভাবনা টাইগারদের।
প্রথম টেস্টে বাংলাদেশ দল:-
নাজমুল হাসান শান্ত ( অধিনায়ক), লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
আরো পড়ুন : সাকিব বললেন ‘আই ডোন্ট কেয়ার’, ভিডিও ভাইরাল
ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৪/এসআর