পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন হাসান মাহমুদ। রাওয়ালপিন্ডিতে শেষটা যেখানে করেছিলেন ভারতের চেন্নাইয়ে ঠিক সে জায়গা থেকেই শুরু করেছেন এই পেসার। প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলতে নেমেই বীরত্ব দেখালেন এই তরুণ।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট মাঠে গড়িয়েছে। চেন্নাইয়ে প্রথম দিনেই ৪ উইকেট তুলে নিয়েছেন এই টাইগার পেসার। এতে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইনের এক রেকর্ডে ভাগ বসিয়েছেন হাসান।
২০০০ সালের পর ভারতের মাটিতে পেসার হিসেবে টেস্টের প্রথম দিনে চার উইকেট শিকারের রেকর্ডটি এতদিন স্টেইনের দখলে ছিল। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন হাসান। তবে স্টেইনের আরো একটি রেকর্ডে ভাগ বসানোর সুযোগ রয়েছে হাসানের সামনে।
আরও পড়ুন:
» সাকিবের দেরিতে বোলিংয়ে আসার কারণ জানালেন হাসান
» র্যাঙ্কিংয়ে পয়েন্ট হারাল ব্রাজিল-আর্জেন্টিনা, বাংলাদেশ কোথায়?
২০০৮ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে ২৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছিলেন স্টেইন। এই সাবেক প্রোটিয়া পেসারের রেকর্ডে ভাগ বসাতে আর মাত্র ১ উইকেট প্রয়োজন হাসান মাহমুদের।
বৃহস্পতিবার চেন্নাইয়ে প্রথম সেশনেই ৩ উইকেট তুলে নেন হাসান মাহমুদ। যেখান তার শিকার রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলি। এরপর দ্বিতীয় সেশনে ঋষভ পন্তকে ফেরা তিনি। সবমিলিয়ে ১৮ ওভারে ৫৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন এই পেসার।
প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৯ রান। আগামীকাল (শুক্রবার) দ্বিতীয় দিনে আর ১ উইকেট পেলেই স্টেইনের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। এছাড়া টেস্টে বিদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো ফাইফার নেওয়ার কীর্তি গড়তে পারবেন এই ২৪ বছর বয়সী সেনসেশন।
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৪/বিটি