Connect with us
ক্রিকেট

টানা দুই ম্যাচে ‘ডাক মারা’ হাসানের সেঞ্চুরিতে নতুন ইতিহাস

hasan nawaz
৪৪ বলে শতরান স্পর্শ করে রেকর্ড গড়েছেন হাসান নওয়াজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার গ্লানি ঘোচাতে নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। সেখানে প্রথম দুই ম্যাচে হেরে ধুকছিল। সিরিজ হারের কিনারায় ছিল পাকিস্তান। এই সিরিজে অভিষিক্ত ব্যাটার ওই দুই ম্যাচে ডাক মেরেছিলেন। কিন্তু শুক্রবারে গড়েছেন ইতিহাস।

অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল পাকিস্তানের কাছে বেশ গুরুত্বের।। এমন ম্যাচেই জ্বলে উঠলো তরুণ ব্যাটার হাসান নওয়াজ। নিউজিল্যান্ডের বোলারদের তুলোধুনো করে দাপটের সঙ্গে রেকর্ড গড়ে বড় জয়ে অবদান রেখেছেন তিনি।

২২ বছর বয়সী হাসান আগের দুই ম্যাচে রানের খাতা খোলার আগেই ফিরেছিল সাজঘরে। তৃতীয় ম্যাচে তার লক্ষ্য ছিল অন্তত পক্ষে একটি রান নেওয়ার, যা নিতে গিয়েই গড়ে ফেলেছেন ইতিহাস। তরুণ ওপেনার হাসানের বিধ্বংসী সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে পরাজিত পাকিস্তান।


আরও পড়ুন:

» আইপিএলে কেকেআর-আরসিবি ম্যাচসহ আজকের খেলা (২২ মার্চ ২৫)

» ভারতীয় মিডিয়ার দাবি ভিত্তিহীন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশার বেশি আয়


হাসান নেওয়াজের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে পাকিস্তান ২০৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় মাত্র ১৬ ওভারে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ বা এর চেয়ে বেশি রান এত দ্রুত তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। ২০০৭সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৬ রানের লক্ষ্যে ১৪ বল হাতে রেখে পৌঁছেছিল দক্ষিণ আফ্রিকা।

 Newzeland vs Pakistan

২০৪ রান তুলে অলআউট হয়েছে নিউজিল্যান্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই হাসান পেয়ে যান তিন অঙ্কের রানের দেখা। শুক্রবার নেওয়াজ ১০ চার ও সাত ছক্কার মারে ৪৫ বলে ১০৫ রানের ইনিংস। তার মধ্যে তিনি শতরান স্পর্শ করেন ৪৪ বলে, যা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এই ফরম্যাটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। এর আগে এই রেকর্ডটি ছিল বাবর আজমের। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাবর আজম এই ফরম্যাটে সেঞ্চুরি করেছিল ৪৯ বলে।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধান রয়েছে। এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে। আগামীকাল দুপুর ১২টা ১৫ মিনিটে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি হবে। আর একই সময় আগামী ২৬ মার্চ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট