হঠাৎ করে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ধারণা করা হচ্ছে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দায়িত্ব নেয়ার ছয় মাসের মাথায় তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হাসারাঙ্গা। গতকাল এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
এসএলসির সেই বিবৃতে হাসারাঙ্গা বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার জন্য আমি সবসময়ই নিজের সর্বোচ্চটা দেবো, দলের সতীর্থ ও নেতৃত্বে যে আসবে তার প্রতিও আমার পূর্ণ সমর্থন থাকবে।’ অপরদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেট পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠতে পারেনি শ্রীলঙ্কা। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল হাসারাঙ্গার দল। এতে করে সমালোচনার মুখে পড়ে শ্রীলঙ্কা। বিশ্বকাপের পর তাই দায়িত্ব ছাড়েন দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড ও পরামর্শক মাহেলা জয়াবর্ধনে। এবার সেই ধারাবাহিকতায় চাপের মুখে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হাসারাঙ্গা।
হাসারাঙ্গার অধিনায়কত্বে গত ছয় মাসে ১৩ টি-টোয়েন্টি খেলেছে শ্রীলঙ্কা। যার মধ্যে ৭ টিতেই জয় পেয়েছিল তার দল। অবশ্য যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপের চার ম্যাচে কেবল নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পায় লঙ্কানরা। এবার হাসারাঙ্গার পদত্যাগের পর অধিনায়কত্বে দেখা যেতে পারে চারিথ আসালাঙ্কাকে। আর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া।
তবে লঙ্কান ক্রিকেটের প্রতি হাসারাঙ্গার নিবেদন নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই। আইপিএলে বড় অঙ্কের অর্থের প্রস্তাব পাওয়া সত্বেও না গিয়ে বিশ্বকাপে লঙ্কানদের হয়ে পুরো ফিট হয়ে খেলার লক্ষ্যে পায়ের ইনজুরি নিয়ে কাজ করেন তিনি। এদিকে চলতি মাসেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আসালাঙ্কার কাঁধে নেতৃত্বভার উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। যিনি এলপিএলে জাফনা কিংসকে নেতৃত্ব দিচ্ছেন।
আরও পড়ুন:
সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন, জেনে নিন বাংলাদেশ ম্যাচের সূচি
ফাইনালে মেসিদের বাড়তি চিন্তার কারণ হবে ব্রাজিলের রেফারি?
ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৪/এফএএস