Connect with us
ক্রিকেট

আইপিএল থেকেও ছিটকে গেলেন হাসারাঙ্গা

IPL 2024 Wanindu Hasaranga
চলতি আইপিএলে আর খেলা হচ্ছে না হাসারাঙ্গার। ছবি- সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অবসর থেকে ফিরে খেলার ঘোষণা দিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কার এই তারকা অলরাউন্ডারের টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্যারিয়ার বেশ সমৃদ্ধ হলেও টেস্ট ক্যারিয়ার ততোটা নয়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিষেধাজ্ঞার কারণে টাইগারদের বিপক্ষে খেলতে পারছেন না তিনি।

তবে আন্তর্জাতিকভাবে ক্রিকেটের বাইরে এই নিষেধাজ্ঞা কার্যকরী না হওয়ায় তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি আসরে খেলতে কোন বাধা ছিল না। অথচ ভিত্তি মূল্য ১ কোটি ৫০ লাখ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে পাড়ি জমানো এই লঙ্কান তারকা এখনো দলের সঙ্গে যোগই দেননি।

গতকাল (৩০ মার্চ) মার্চ জানা গেল, গোড়ালির চোটে পড়েছেন হাসারাঙ্গা। তাই এ অবস্থার উন্নতিতে তাকে কিছু দিন পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে। তাই চলতি আইপিএলে আর খেলা হচ্ছে না হাসারাঙ্গার। দেশটির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।

এবারের আসরে অনেক বিদেশি ক্রিকেটারই গতবারের নিলামের তুলনায় কম দাম পেয়েছে। ফলে অনেকেই আইপিএল থেকে পরবর্তীতে নিজেদের নাম সরিয়ে নিয়েছিল। আজ হাসারাঙ্গার দলের তিন নম্বর ম্যাচে এসে তার যোগ না দেওয়ায় তাই তাকে নিয়েও এমন সন্দেহই ঘনীভূত হয়েছিল। কিন্তু এসএলসির প্রধান নির্বাহী নিজেই সব সন্দেহ দূর করে দিলেন।

অ্যাশলে গণমাধ্যমে জানান, ‘হাসারাঙ্গার পায়ের গোড়ালিতে এখনো ফোলা ভাব আছে। তাই চিকিৎসক তাকে কিছু দিন পুনর্বাসনে থাকতে বলেছে। এবারের আইপিএলে তার আর খেলা হচ্ছে না।’

২০২২ সালের নিলামে এই লঙ্কান তারকাকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু গত বছর মিনি নিলামের আগে তাকে ছেড়ে দেয় আরসিবি৷

আরও পড়ুন: শান্তর সেই রিভিউ নিয়ে ‘মিম’ বানাল কলকাতা পুলিশ

ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৪/এমএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট