শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা টানার সুযোগ ছিল জিম্বাবুয়ের। তবে সফরকারীদের কোন রকম সুযোগই দেয়নি শ্রীলঙ্কা। লম্বা বিরতির পর ফিরেই নিজের বোলিং ঘূর্ণিতে একাই জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ ধ্বসিয়ে দিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এতেই জিম্বাবুয়েকে রীতিমত উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা।
গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ায় জিম্বাবুয়ে। ম্যাচে আগে ব্যাট করে হাসারাঙ্গার বোলিং নৈপূণ্যে মাত্র ৯৬ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ ওভারের ম্যাচে ৬২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
ইনজুরির জন্য লম্বা সময় ক্রিকেটের বাইরে ছিলেন হাসারাঙ্গা। গেল বছর আগস্টে শেষবার লঙ্কান প্রিমিয়ার লিগে মাঠে নামেন তিনি। এবার বিরতি থেকে ফিরে প্রথম ম্যাচেই করলেন নিজের ক্যারিয়ার সেরা বোলিং। ৫ ওভার পাঁচ বলে ১৯ রান খরচায় তুলে নেন প্রতিপক্ষের ৭টি উইকেট। যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসের পঞ্চম সেরা বোলিং ফিগার।
তবে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। ৮ ওভারে কোন উইকেট না হারিয়ে ৪১ রান করার পরে নামে বেরসিক বৃষ্টি। দীর্ঘ সময় ম্যাচ বন্ধ থাকায় খেলা নেমে আসে ২৭ ওভারে। তবে বৃষ্টি বিরতির পরে হাসারাঙ্গার বোলিং জাদুতে ছন্দপতন ঘটে জিম্বাবুয়ের। ৪৮ রানের মধ্যেই ঘটে প্রথম ৪ উইকেটের পতন।
এরপর সিকান্দার রাজা ও রায়ান বার্ল এবং লুকে জংওয়ে ও ওয়েলিংটন মাসাকাদজা আলাদা দুটি জুটি গড়ে প্রতিরোধ করার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি কেউই। এতে করে ৯৬ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। জবাব দিতে নেমে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা।
প্রথম ওভারেই ডাক মারেন আভিশকা ফার্নান্দো। ১২ রান করেই ফিরেছেন শিভন দানিয়েলও। তবে আর কোন উইকেট না হারিয়ে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন দলকে জিতিয়ে। লঙ্কান অধিনায়ক ৯ চার ও ১ ছক্কায় খেলেন অপরাজিত ৬৬ করেন ইনিংস।
আরও পড়ুন: রশিদবিহীন আফগানিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত
ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৪/এফএএস