Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে খেলতে হাসারাঙ্গার কৌশল, আইপিএলে দিলেন ম্যাচ বিসর্জন

ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছবি- ইএসপিএন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর শ্রীলঙ্কার পরবর্তী মিশন টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে এর আগে আচমকা টেস্ট ক্রিকেটের অবসর ভেঙে লাল বলের ক্রিকেটে ফিরে এসেছেন হাসারাঙ্গা। যদিও তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের কারণে টেস্ট সিরিজের দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।

এদিকে অনেকের ধারণা কৌশল গত কারণে অবসর ভেঙে পুনরায় টেস্ট ক্রিকেটে ফিরেছেন হাসারাঙ্গা। কেননা বাংলাদেশের পর বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার সামনে নেই কোন সিরিজ। এতে করে তার নিষেধাজ্ঞা বহাল থাকলে সেটি কার্যকর হতো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম চার ম্যাচে। তাই টেস্ট ক্রিকেটে ফিরে কাটিয়ে দিচ্ছেন সেই শাস্তি।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে বিরক্ত হয়ে তার হাত থেকে নিজের ক্যাপ ছিনিয়ে নেন হাসারাঙ্গা। একই সময় আম্পায়ারিং নিয়ে বাজে কথাও বলেন তিনি। এতে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গ করে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট।

সব মিলিয়ে গেল ২৪ মাসের মধ্যে এই হাসারাঙ্গার নামের পাশে যুক্ত হয়েছে ৮টি ডিমেরিট পয়েন্ট। এতে করে ২ টেস্ট অথবা ৪ ওয়ানডে কিংবা সমপরিমাণ টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হয়েছেন এই লঙ্কান ক্রিকেটার। তবে টেস্ট ক্রিকেটের দলে ফিরে আসায় বাংলাদেশ সিরিজের পরেই কেটে যাবে তার ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি।

এতে করে বিশ্বকাপের প্রথম থেকেই হাসারাঙ্গাকে দলে পাওয়া গেলেও তাকে দেখা যাবেনা আইপিএলের শুরুর দিকে। মূলত টেস্ট ক্রিকেটে ফেরার কারণেই ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথম দিকের ম্যাচগুলোতে খেলার সুযোগ পাবেন না তিনি। কেননা নিষেধাজ্ঞার কারণে টেস্ট খেলতে না পারলেও দলে তার নাম থাকায়, তাকে থাকতে হবে টিমের ডাগআউটে।

আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন হাসারাঙ্গা। এদিকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে গোটা সিরিজেই দলের সঙ্গে থাকবেন তিনি। এতে করে আইপিএলের প্রথম তিন ম্যাচ হায়দরাবাদের জার্সিতে খেলা হচ্ছে না তার।

আরও পড়ুন: দ্রুত নির্ভুল সিদ্ধান্ত নিতে আইপিএলে আসছে স্মার্ট রিপ্লে

ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট