Connect with us
ক্রিকেট

মুশফিকের মতো নিবেদিত ক্রিকেটার আগে দেখেননি হাথুরু

মুশফিকক প্রসঙ্গে হাথুরু। ছবি- ক্রিকইনফো

আর মাত্র ৯ রানের জন্য নিজের চতুর্থ ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন মুশফিকুর রহিম। তবে তার সেই অসাধারণ ইনিংসে ভর করেই জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। এবার আজ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া-সাক্ষাৎকারে মুশফিকের প্রশংসা করলেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

কোচ থেকে শুরু করে সতীর্থ ক্রিকেটার সকলেই স্বীকার করবেন ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ মুশফিকুর রহিম। অনেকবার শোনা গেছে তার মত পরিশ্রমই ক্রিকেটার জাতীয় দলে আর নেই। দলীয় অনুশীলনে সবার আগে আসবেন এবং সবার শেষে যাবেন তো বটেই, ব্যক্তিগত ভাবেও নিজেকে প্রস্তুত রাখতে যথেষ্ট পরিশ্রম করেন এই ক্রিকেটার।

যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকলেও বসে থাকেননি মুশফিক। বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলে নিজেকে প্রস্তুত রেখেছেন তিনি। ব্যক্তিগত ভাবে নিজের ফিটনেস ধরে রাখা নিয়েও কাজ করেছেন। এসব কারণে নিজের দেখা ক্রিকেটে সব থেকে নিবেদিত ক্রিকেটার হিসেবে মুশফিককে উল্লেখ করলেন হাথুরুসিংহে।

আজ শনিবার সাক্ষাৎকারে হাথুরু বলেন, ‘অবশ্যই। সে (মুশফিক) যেভাবে প্রত্যেক সিরিজের জন্য প্রস্তুতি নেয়, আমি মোটেও অবাক নই। সে সত্যিই অসাধারণ একজন ক্রিকেটার। প্রস্তুতি নিতে এমন আত্মনিবেদন ক্রিকেটার আগে কখনোই দেখিনি।’ এরপর প্রথম টেস্টে জয় নিয়েও কথা বলেছেন এই কোচ।

পেস বান্ধব উইকেট হওয়া সত্বেও রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিন অ্যাটাকের সামনে ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এতে ৩০ রানের ছোট লক্ষ্য পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে সহজেই ১০ উইকেটের বড় জয় পায় শান্ত বাহিনী। এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেটের ৪৪৮ রান করে পাকিস্তান ইনিংস ঘোষণা করলে বাংলাদেশ করেছিল ৫৬৫ রান।

হাথুরুসিংহে বলেন, ‘অবশ্যই। আমাদের মনে হয়েছিল সেই দুই স্পিনার এলে পঞ্চম দিনে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারব। এমনটাই পঞ্চম দিনের খেলা শুরুর আগে ভেবেছিলাম। এর আগে আমরা দেখেছি পাকিস্তানের উইকেটে সময়ের সাথে কেমন ফাটল ধরে। আর সেদিন ঠিক তেমনটাই হয়েছে।’ 

আরও পড়ুন: ইউএস ওপেনে ফের অঘটন! এবার বিদায় ঘণ্টা বাজলো জোকোভিচের

ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট