Connect with us
ক্রিকেট

বিপিএল নিয়ে হাথুরুর মন্তব্য, যা বললেন বিসিবি সভাপতি

Hathuru's comments on BPL, what the BCB president said
সম্প্রতি বিপিএল নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। ছবি- সংগৃহীত

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিপিএলকে তিনি সার্কাসের সঙ্গে তুলনা করেছেন। এমনকি বিপিএল দেখতে গিতে মাঝে মাঝে টিভি বন্ধ করে দেন বলে মন্তব্য করেছেন এই শ্রীলঙ্কান।

হাথুরুসিংহের এই নেতিবাচক মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে দেশের ক্রিকেট পাড়ায়। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন পাপন। জাতীয় দলে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় হাথুরু এমন মন্তব্য করতে পারেন কিনা এমন প্রশ্নের জাবাবে বিসিবি সভাপতি বলেন, ‘প্রথম যে কথাটা আপনাদের বলা দরকার, আমি এখন পর্যন্ত এটা দেখিনি। দ্বিতীয় কথা, একটা জিনিস স্পষ্ট, পূর্ব অনুমতি বা কোনো প্রকার ক্ষমতা ছাড়া একটা টুর্নামেন্ট চলাকালে এমন কথা কারও পক্ষেই বলা সম্ভব না। বিশেষ করে এই ধরণের যারা আছেন, কোচ, সিলেক্টর বা খেলোয়াড়, তাদের সঙ্গে আমাদের একটা লিখিত চুক্তি আছে যে তারা মিডিয়াতে কিছু বলার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।’

‘এখন প্রথমে আমার জানতে হবে, সে আসলে কী বলেছে। সেটা না জানলে তা নিয়ে মন্তব্য করা কঠিন। এ বিষয়টা নিয়ে এখনি যাচ্ছি আবার বিসিবিতে। আমি শুধু এটাই জেনে চলে আসছিলাম। দ্বিতীয় হচ্ছে, অনুমতি নেওয়া হয়েছে কিনা। আর যদি নেওয়া হয়ে থাকে, তাহলে কেন একটা টুর্নামেন্ট চলাকালে অনুমতি দেওয়া হলো।’- আরও যোগ করেন তিনি।

হাথুরুর এই নেতিবাচক মন্তব্যের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে কিনা সে প্রসঙ্গে বিসিবি বস বলেন, ‘প্রথমে দেখতে হবে সে কোড ভঙ্গ করেছে কিনা। তা করে থাকলে আমারা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কি না যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেইই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কিনা নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।’

আরও পড়ুন: বিপিএল চলাকালেই শুরু হলো জাতীয় দলের ক্যাম্প 

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট