Connect with us
ক্রিকেট

সাকিবকে দক্ষিণ আফ্রিকা সিরিজেও দেখছেন হাথুরুসিংহে

Shakib_Hathurusinghe
সাকিব ও হাথুরুসিংহে। ছবি- সংগৃহীত

সাকিবের আকস্মিক বিদায়ের ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। সাকিবের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্ট থেকে অবসরের কথা থাকলেও, কানপুর টেস্টই হতে পারে তার শেষ টেস্ট। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেও সাকিবকে দলে পাবেন বলে আশাবাদী হাথুরুসিংহে।

গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হুট করেই আন্তর্জাতিক টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। আপাতত টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে দেখছেন না তিনি। তাই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও নিজের নাম সরিয়ে নিয়েছেন। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই ছিল সংক্ষিপ্ত সংস্করণে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

তবে টেস্টে ঘরের মাঠ থেকেই বিদায় নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন সাকিব। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে মিরপুর টেস্ট দিয়ে ক্রিকেটের এই আভিজাত্য সংস্করণকে বিদায় জানাতে চেয়েছিলেন এই তারকা। তবে তার সে ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। দেশে সাকিবের নিরাপত্তাজনিত ইস্যু থাকায় তার দেশে ফেরার সম্ভাবনা অনেক কম।

আরও পড়ুন:

» কোহলি-পন্তদের উপহার ও সাংবাদিকদের সম্মাননা পেলেন সাকিব

» শেষ দিনে ভারতের মাটিতে ইতিহাস গড়লেন সাদমান ইসলাম 

সাকিব দেশে ফিরতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিরাপত্তা ইস্যুতে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন। তবে বোর্ড থেকে জানানো হয়েছে তাকে খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেওয়া হবে। যেটা বোর্ডের অধীনে রয়েছে। তবে অন্যান্য ক্ষেত্রে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বিসিবি। সেটা সরকারের হাতে রয়েছে। ফলে সাকিব তার শর্ত অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা নাও পেতে পারে। সেক্ষেত্রে তার দেশে ফেরার সম্ভাবনাও অনেক কম।

তবে প্রধান কোচ হাথুরুসিংহে আশাবাদী দক্ষিণ আফ্রিকা সিরিজেও খেলবেন সাকিব। আজ (মঙ্গলবার) কানপুর টেস্ট হারের পর সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। এ সময় সাকিবের দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটাই সাকিবের শেষ টেস্ট কি না আমি জানি না। আমি যতটুকু জানি, সাকিব ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবে।’

সাকিবের নিরাপত্তা ইস্যুতে জটিলতা কেটে গেলে তাকে দক্ষিণ আফ্রিকা সিরিজে দেখা যাবে, তা অনেকটা নিশ্চিত। কিন্তু সেটা না হলে কানপুর টেস্টই হবে তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট