Connect with us
ক্রিকেট

হাথুরুসিংহে ফিরছেন না ‘গুঞ্জন’ নিয়ে যা জানালো বিসিবি

hathurusingha and bcb
গুঞ্জন আর গুজবের মধ্যমণি লঙ্কান হেডমাস্টার। ছবি- সংগৃহীত

টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহ কে নিয়ে আলোচনা-সমালোচনা যেন মুদ্রার উল্টো পিঠ। প্রথমবার তীক্ত অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ ছাড়লেও দ্বিতীয়বার দায়িত্ব নিয়েছিলেন হাসি মুখেই। তবে সেই সুভ্রতা মলিন হতে বেশি দিন সময় লাগেনি। ফের আলোচনা-সমালোচনা, গুঞ্জন আর গুজবের মধ্যমণি এই লঙ্কান হেডমাস্টার।

সর্বশেষ ‘গুঞ্জন’ ডালপালা মেলেছে ঈদুল ফিতরের ছুটিতে। চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে গুঞ্জন উঠেছিল ঢাকায় আর ফিরছেন না তিনি। সামাজিক মাধ্যমে এমন গুঞ্জন অল্প সময়ে ব্যাপক ডালপালা মেলে ধরে।

এবার সব গুঞ্জনের ডালপালা ছেঁটে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড পরিচালনা বিভাগ নিশ্চিত করেছে, হাথুরুসিংহে ঢাকায় ফিরছেন। তাকে নিয়ে গুঞ্জনটি সঠিক নয়।

বিসিবি সূত্র জানিয়েছে, আসন্ন জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে আগামী ২১ এপ্রিল ঢাকায় ফিরবেন দলের বিদেশি কোচিং স্টাফরা।

জানা গেছে, ঢাকায় ফিরে ২৬ এপ্রিল থেকে টি-টোয়েন্টি সিরিজের জন্য ক্যাম্প শুরু করবেন হাথুরু। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৩ ম্যাচে ৩ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে দুদল। পরে মিরপুরে হবে শেষ দুটি ম্যাচ।

জিম্বাবুয়ে দল ঢাকায় আসবে আগামী ২৮ এপ্রিল। ঢাকায় এসেই তারা চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩, ৫ ও ৭ মে। বাকি দুই ম্যাচ হবে টাইগারদের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ১০ মে চতুর্থ ও ১২ মে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলে ১৩ তারিখে ঢাকা ছাড়বে সফরকারীরা। এই সিরিজটি আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুদলের জন্যই প্রস্তুতি।

আরও পড়ুন: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে : এক নজরে চূড়ান্ত ম্যাচসূচি

ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট