Connect with us
ক্রিকেট

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সৌম্যর খেলা নিয়ে ইতিবাচক হাথুরুসিংহে

Soumya Sarkar-Chandika Hathurusinghe
সৌম্যর পারফরম্যান্সে দারুণ খুশি হাথুরিসিংহে ছবি- সংগৃহীত

চন্ডিকা হাথুরুসিংহের ‘গুড বুকে’ থাকার কারণেই যে জাতীয় দলের দরজা সৌম্যর জন্য সব সময় খোলা থাকতো তা এক প্রকার ওপেন সিক্রেটই। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স ছাড়াই জাতীয় দলের তার অন্তর্ভুক্তি নিয়ে হাথুরুসিংহে কে নিয়ে সমালোচনা কম হয়নি। তবে নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে সকল সমালোচনার জবাব দিয়েছেন সৌম্য সরকার।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সৌম্য। তাছাড়া তৃতীয় ম্যাচে বল হাতে ৩ টি উইকেটও নিয়েছেন তিনি। তার এই পারফরম্যান্সে হাথুরুসিংহের চেয়ে বেশি খুশি হয়ত কেউ হননি। কেননা সৌম্যকে দলে ফেরাতে তার ভূমিকাই সবচেয়ে বেশি। এবার সৌম্যকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় দেখছেন টাইগার প্রধান।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন চন্ডিকা হাথুরুসিংহে। সৌম্যের ব্যাপারে তিনি বলেন, ‘সৌম্যর পারফরম্যান্সে আমি খুশি। তার সামর্থ্য সম্পর্কে আমি আগেই অবগত ছিলাম। আমরা সবাই বলি, ক্লাস ইজ পারমানেন্ট, ফর্ম অনেক কিছু দ্বারাই প্রভাবিত হতে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারলে যে কোনো ক্রিকেটারই নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে।’

সৌম্যকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিবেচনা করার ব্যাপারে অনেকটাই ইতিবাচক হাথুরুসিংহে। এ বিষয়ে কোচ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি ম্যাচে সে (সৌম্য) পারফর্ম করতে না পারার মতো কোনো কারণ নেই।’

‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবছি। এখন থেকেই আমরা পরিকল্পনা করে আগাবো। সামনে আমরা আরও ১১টি ম্যাচ খেলতে পারবো। এছাড়া বিপিএলও রয়েছে।’ -হাথুরুসিংহে আরো যোগ করেন।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল (২৭ ডিসেম্বর) মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। শেষ ওয়ানডে দাপুটে জয়ের আত্নবিশ্বাস নিয়েই আগামীকাল মাঠে নামবে টাইগাররা।

আরও পড়ুন: এক পঞ্জিকাবর্ষে পঞ্চাশ ম্যাচ খেলার রেকর্ডের পথে বাংলাদেশ 

ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট