বিশ্বকাপের মাঝেই দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোটের সুযোগে বাংলাদেশের নেতৃত্ব ভার পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের আগে-পরেও একই কারণে দলপতির ভার আসে শান্তর কাঁধে। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে এই বাংলাদেশী টপ অর্ডার ব্যাটারের নেতৃত্বেই হারের গেঁড়ো কাটিয়েছে টাইগাররা। দেশের বাইরে এমন দুর্দান্ত পারফরমেন্সের পর তাই এবার শান্তকেই দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক হিসেবে দেখতে চান দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
কিউইদের বিপক্ষে আজ (রবিবার) সিরিজের শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘আমি মনে করি, বোর্ড এবার বিষয়টি নিয়ে ভালোভাবেই চিন্তা করবে (শান্তকে স্থায়ীভাবে অধিনায়ক করার ব্যাপারে),। এটা অবশ্যই সম্পূর্ণ বিসিবির সিদ্ধান্ত তবে শান্তকে নিয়ে চিন্তা করার মত যথেষ্ট প্রমাণ সে রেখেছে।’
এই টপ অর্ডার ব্যাটসম্যানের নেতৃত্বের প্রশংসা করে হাথুরু আরও বলেন, ‘শান্তর নেতৃত্বে এই তরুণ দলটি দেখিয়েছে যে, তারা যে কোন দলের বিপক্ষেই প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। বিষয়টি আমার কাছে অসাধারণ লেগেছে। শান্ত এই সফরে ট্যাকটিক্যালিও স্পট অন ছিল। প্লেয়ারদের সাথে কথা-বার্তায়ও তাকে বেশ পরিস্কার দেখা গেছে। টিমমেটদের সে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে কার থেকে সে কি চায়।’
এবারের নিউজিল্যান্ড সফরে সিনিয়রদের মধ্যে শুধু মুশফিকুর রহিমই এক দিনের সিরিজে খেলেছে। তবে তার অবদান ছাড়াই এই তরুণ দল নিয়ে স্বাগতিকদের হারিয়েছে বাংলাদেশ। তরুণ নেতৃত্বে নতুনদের নিয়ে টি-টোয়েন্টিতে দুর্দান্ত লড়াই করেছে লাল সবুজের প্রতিনিধিরা। সিনিয়রদের থাকা না থাকা নিয়ে কোন মন্তব্য না করলেও তরুণদের নিয়ে ভূয়সী প্রশংসা শোনা যায় হাথুরুসিংহের মুখে।
বলেন, ‘সিনিয়রদের না থাকা নিয়ে আমি কিছু বলতে চাই না, অন্যথায় এ নিয়ে আরও জল্পনা-কল্পনার সৃষ্টি হবে। সিনিয়রদের না থাকা নিয়ে আমার মনে হয় না তরুণদের উপর কোন প্রভাব পড়েছে। তরুণরা তাদের খেলাটা উপভোগই করেছে। ড্রেসিংরুমের পরিবেশও বেশ ভালো। তাদের নিজেদের মধ্যে খেলা নিয়ে ইতিবাচক মনেভাব আদান-প্রদান হয়েছে। তারা অবগত আছে যে দলে প্রতিদ্বন্দ্বিতা করার মত যথেষ্ট ভালো ভালো ক্রিকেটার আছে। আমার মনে হয়, এজন্য তারা ভয়ডরহীনভাবে খেলেছে।’
সিনিয়দের অনুপস্থিতিতে এর আগে লিটন দাসের নেতৃত্বেও জয় তুলে নিতে দেখা গেছে বাংলাদেশকে।ভারতকে ওয়ানডে সিরিজে এবং আফগানিস্তানকে টেস্ট ম্যাচে হারিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। এখন দেখার বিষয়, ২০২৪ সালে দলপতির দায়িত্ব কি আবার সাকিবের কাঁধেই চড়ে নাকি তরুণ শান্তর কাঁধেই চলমান থাকে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তিন সংস্করণেই টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসানই আছেন।
আরও পড়ুন: শরিফুল-রিশাদকে নিয়ে আশাবাদী কোচ চন্ডিকা হাথুরুসিংহে
ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২৩/এমএ