Connect with us
ক্রিকেট

বিসিবিকে জবাব দিয়েছেন হাথুরুসিংহে

Chandika Hathurusinghe replied to BCB
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি- সংগৃহীত

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) বাংলাদেশের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয় চন্ডিকা হাথুরুসিংহেকে। জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে খারাপ ব্যবহার ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে বরখাস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়।

এবার বিসিবিকে নোটিশের জবাব দিয়েছেন হাথুরুসিংহে। গতকাল বুধবার (১৬ অক্টোবর) বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরীকে ই-মেইলে জবাব পাঠিয়েছেন এই লঙ্কান কোচ। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

হাথুরুসিংহেকে নোটিশ পাঠানোর পর জানিয়েছিলেন, তিনি তার আইনজীবীর মাধ্যমে জবাব দেবেন বিসিবিকে। তিনি সেটাই করেছেন। তার আইনজীবীর মাধ্যমে বিসিবিকে উত্তর দিয়েছেন। তবে চিঠিতে তিনি কী বলছেন সে বিষয়ে জানাননি।

আরও পড়ুন:

» মিরপুরে সাকিবের ফেরা ঠেকাতে অবস্থান

» ৪৬ রানে অলআউট হওয়ার মধ্য দিয়ে যেসকল লজ্জার রেকর্ড গড়লো ভারত 

এর আগে গত ওয়ানডে বিশ্বকাপে স্পিনার নাসুম আহমেদকে ড্রেসিংরুমে শারীরিক লাঞ্ছনার অভিযোগ উঠেছিল হাথুরুসিংহের বিরুদ্ধে। বিশ্বকাপ শেষে বিষয়টি সামনে আসলে পারফরম্যান্স মূল্যায়ন কমিটিকে বিষয়টি তদন্ত করার দায়িত্ব দেয় বিসিবি। সেখানে হাথুরুসিংহের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ায় তাকে বরখাস্ত করেছেন বিসিবি বস ফারুক আহমেদ।

তবে এমন অভিযোগ অনেক আগে থেকেই অস্বীকার করে আসছিলেন হাথুরুসিংহে। অন্যদিকে বিসিবিও পারফরম্যান্স মূল্যায়ন কমিটির রিপোর্ট এখনো প্রকাশ্যে আনেননি। তাছাড়া বিসিবি নোটিশে হাথুরুসিংহে কি জবাব দিয়েছেন সেটিও অজানা। বিষয়গুলো প্রকাশ্যে আসলে ঘটনার সত্যতা আরো বেশি স্পষ্ট হবে।

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট