গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে অনেক আগেই দেশে ফিরে এসেছিল টাইগার ক্রিকেটাররা। তবে বিশ্বকাপ শেষে সেখান থেকেই নিজেদের দেশে ছুটি কাটাতে চলে গিয়েছিল প্রধান কোচসহ দলের বিদেশি সব স্টাফরা। এবার লম্বা ছুটি কাটিয়ে গতকাল রাতে ঢাকায় ফিরেছেন টাইগারদের হেডকোচ চন্দিকা হাথুরুসিংহে।
চলতি মাসে রয়েছে টাইগার ক্রিকেটারদের পাকিস্তান সফর। লাল বলের সিরিজের গুরুত্বপূর্ণ এই সফর ঘিরে ইতোমধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রস্তুতি। এদিকে আগামী বছর পাকিস্তানের মাটিতেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেই টুর্নামেন্ট নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন টাইগার গুরু। এই বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
এদিকে গত মাসের ২৫ জুলাই ঢাকায় ফেরার কথা থাকলেও ভিসা জটিলতায় গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে ঢাকায় এসে পৌঁছা এই লঙ্কান কোচ। তার ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক বিভাগ।
গত বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল ইউনুস বলেছিলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী করতে হবে না-হবে, সেটা নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন কোচ। দিকনির্দেশনা মোতাবেক আমাদের ক্রিকেটার নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট কাজ শুরু করেছে। যেহেতু ফেব্রুয়ারি মাসে টুর্নামেন্ট, এখনও সময় আছে। কতজনের স্কোয়াড হবে, কোন খেলোয়াড় থাকবে এটা কোচ পরিকল্পনা করবে।’
হাথুরুর অধীনে আগামী ১৭ আগস্ট পাাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সফরে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। আগামী ২১ আগস্ট থেকে শুরু হওয়া সেই ম্যাচ চলবে ২৫ আগস্ট পর্যন্ত। এরপর ৩০ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। যা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: ব্যতিক্রমী লুকে পদক জয়, কে এই ৫১ বছর বয়সী তুর্কি শুটার?
ক্রিফোস্পোর্টস/২আগস্ট২৪/এফএএস