Connect with us
ক্রিকেট

দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর কৌশল জানালেন হাথুরুসিংহে

Chandika Hathurusinghe_Bangladesh Team
কানপুর টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। ছবি- সংগৃহীত

টেস্ট ক্রিকেটে শক্তিমত্তার দিক থেকে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে ভারত। দলটির বিপক্ষে এখনো টেস্ট জয় নেই টাইগারদের। তাই তাদের বিপক্ষে প্রথম জয় পাওয়া এখনো স্বপ্নের মতো।

চেন্নাই টেস্টে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। তবে সদ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আসা শান্ত-লিটনদের কাছে প্রত্যাশা ছিল আরো বেশি। জয় না পেলেও অন্তত লড়াই করে খেলবে বাংলাদেশ— এমনটাই ছিল সবার চাওয়া। তবে চেন্নাই টেস্টে টাইগারদের পারফরম্যান্স সমানতালে লড়াইয়ের চিত্র ফুটে উঠেনি। ফলে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে শান্তদের।

চেন্নাই টেস্টে না পারলেও কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে চায়। তবে পাকিস্তানকে হারিয়ে যে আত্মবিশ্বাস পেয়েছিল, চেন্নাইয়ে বড় হারের পর সেটা থাকার কথা না। সেক্ষেত্রে কানপুর টেস্টে কোন কৌশলে ঘুরে দাঁড়াবে তারা, কীভাবে আত্মবিশ্বাস ফিরে পাবে টাইগাররা।

আরও পড়ুন:

» পরপারে পাড়ি জমালেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল

» আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার 

শান্তদের আত্মবিশ্বাস জুগিয়ে মানসিকভাবে চাঙ্গা করতে প্রয়োজন প্রেরণার। সেক্ষেত্রে কীভাবে প্রেরণা পাবে তারা। এ নিয়ে প্রধান কোচ হাথুরুসিংহে মনে করেন, সবাই দেশের হয়ে খেলছে এটাই তাদেরকে প্রেরণা জোগাবে।

হাথুরুসিংহে বলেন, ‘কেউ দেশের হয়ে খেলছে এটাই সবচেয়ে বড় প্রেরণা। সবাই দেশের হয়ে খেলতে পারে না। এজন্য যারা খেলে, সবাই চায় তারা ভালো খেলুক। কীভাবে ভালো খেলা যায়, নিজের সামর্থ্য অনুযায়ী পারফরম্যান্স করা যায়, আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আরো ভালো করা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করছি।’

আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরের বাংলাদেশ-ভারতের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে। এই টেস্টে জয় পেলেই সিরিজে ১-১ সমতা ফেরাতে পারবে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট