মাত্র ১৩ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে এই বয়সেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলার সুযোগ পেয়েছেন তিনি। এবার ইতিহাস গড়ে আইপিএলেও নাম লিখিয়েছেন এই কিশোর।
সোমবার (২৫ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় আইপিএল ২০২৫—এর দ্বিতীয় দিনের নিলাম অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার ছিলেন বৈভব। এমনকি সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে শেষ পর্যন্ত দলও পেয়ে গেছেন এই ব্যাটার।
বৈভবকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে নিয়ে রাজস্থান রয়্যালস। এবারের মেগা নিলামে তার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি।
আরও পড়ুন:
» ইনিংস ঘোষণার পর শুরুতেই তাসকিন-শরিফুলদের সাফল্য
» ২০২৫ আইপিএলে দল পেলেন না মুস্তাফিজ-রিশাদ
২০১১ সালের ২৭ মার্চ বিহারে জন্মগ্রহণ করেন বৈভব। তিনি একজন বাঁহাতি ব্যাটার। ২০২৪ সালের জানুয়ারিতে মাত্র ১২ বছর বয়সেই বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় তিনি। আর তাতেই ক্রিকেট পাড়ায় সাড়া ফেলে দিয়েছেন এই কিশোর।
ভারতের অনূর্ধ্ব–১৯ টেস্ট দলেও খেলেছেন বৈভব। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি ব্যাটার।প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে এটি সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। এমনকি যুব টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও এটি।
এ ছাড়া বিহারের আন্তঃজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি রান করার রেকর্ড রয়েছে বৈভবের। ভিনু মানকড় ট্রফিতে তিনি পাঁচ ম্যাচে করেছেন ৪০০ রান। এছাড়া রানধির বার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও রয়েছে এই ১৩ বছর বয়সী কিশোরের।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায় যে, মাত্র ৫ বছর বয়সেই ক্রিকেটে হাতেখড়ি হয় এই বিস্ময় বালকের। এরপর থেকেই খেলার প্রতি অদম্য ভালোবাসা থেকে ছোট থেকেই নিজেকে গড়ে তুলেছেন বৈভব। ঘরোয়া ক্রিকেটেও নিজেকে যোগ্য প্রমাণ করেছেন তিনি।
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৪/বিটি