![David Bedingham](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/David-Bedingham.jpg.webp)
হবু স্ত্রী চাইছিলেন না ডেভিড বেডিংহামের দল উঠুক ফাইনালে। কেননা তেমনটা হলে যে আর বিয়ে করাই হবে না তাদের। তবে শেষ পর্যন্ত যখন তার দল সানরাইজার্স ইস্টার্ন কেপ উঠে এলো ফাইনালে, তখন শনিবারের বিয়ে পিছিয়ে রোববার করতে বাধ্য হলেন তারা। তবুও ফাইনাল ম্যাচ থেকে নিজের নাম সরাতে চাননি দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার।
গতকাল শনিবার অনুষ্ঠিত এসএ টি-টোয়েন্টির ফাইনালে মুম্বাই কেপটাউনের বিপক্ষে মাঠে নেমেছিলেন ডেভিড বেডিংহামরা। অবশ্য যেখানে তারা পরাজিত হয়েছে ৭৬ রানের ব্যবধানে। খুব একটা সুবিধা করতে পারেননি বেডিংহাম নিজেও। ওপেনিংয়ে নেমে ৮ বল খেলে তিনি করেছেন মাত্র ৫ রান।
![David Bedingham and his wife](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/David-Bedingham-and-his-wife.jpg.webp)
বেডিংহাম এবং তার সদ্য স্ত্রী।
হয়তো ফাইনালের পরাজয়ে কিছুটা খুশিই হয়েছেন বেডিংহামের স্ত্রী! কেননা তিনি ভয়ে ছিলেন যদি জিতে যায় সানরাইজার্স ইস্টার্ন কেপ, তবে কী হবে? কারণ দল জয়ের পর অবশ্যই দলের সঙ্গে উদযাপনে মাতবেন বেডিংহাম নিজেও। আর তেমনটা হলে বিয়ের জন্য হয়ে যাবে বড্ড দেরি। একদিন পিছিয়ে আনা বিয়ে আর পেছাতে চাইবেন না তারা।
আরও পড়ুন:
» মাদ্রিদ ডার্বির হাইভোল্টেজ ম্যাচে রিয়ালকে বাঁচালেন এমবাপ্পে
» ভূমিকম্পের পর মাঠে নেমেই মেসিদের বড় জয়
ফাইনালের আগে দক্ষিণ আফ্রিকার ব্রডকাস্টিং চ্যানেল সুপারস্পোর্টে বেডিংহাম, ‘আমার স্ত্রী আসলে চেয়েছিল, আমরা যেন ফাইনালে না উঠি। তারপর যখন ফাইনালে উঠেই গেলাম, সে আমাকে বলল, ঠিক আছে এখন যেহেতু ফাইনালে উঠেছ, আশা করি সেটা জিতবে এবং তারপর বিয়েতেও আসবে।’
এদিকে বেডিংহামের পরিবর্তে তার বাবা যোগ দেন ব্যাচেলর পার্টিতে। আর এদিন ফাইনালে উপস্থিত ছিলেন বেডিংহামের বন্ধু ও তাঁর ভাই। যাদের কাজই ছিল ম্যাচ শেষে দেরি না করে বেডিংহামকে বিয়ের জন্য নিয়ে যাওয়া। শেষ পর্যন্ত ম্যাচ হারায় করতেও হয়নি কালক্ষেপণ। ১৮২ রানের লক্ষ্যে তাদের দল গুটিয়ে গেছে ১০৫ রানে।
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি/এফএএস
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)