Connect with us
ফুটবল

রেফারির মুখে ঘুষি দিয়ে সারাজীবনের জন্য পেলেন শাস্তি

রেফারির মুখে ঘুষি দিয়ে সারাজীবন নিষিদ্ধ ফারুক কোজা
রেফারির মুখে ঘুষি দিয়ে সারাজীবন নিষিদ্ধ ফারুক কোজা

তুরস্কের ফুটবলে ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। আংকারাগুজু ও জাইকুর রিজেসপোরের ম্যাচে রেফারির সিদ্ধান্তকে মেনে নিতে না পেরে রেফারিকে ঘুষি মারেন আঙ্কারাগুজুর চেয়াম্যান ফারুক কোজা। এমন ঘটনার কারণে তাকে সকল প্রকার ফুটবল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

ফারুক কোজার সাথে কঠিন শাস্তি দেয়া হয়েছে আঙ্কারাগুজু ক্লাবকেও। টিএফএফ কর্তৃক ক্লাবের ওপর ৬৯ হাজার ডলারের জরিমানা আরোপ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টাকা। অনাকাঙ্ক্ষিত ঘটনাটির সাথে জড়িত আঙ্কারাগুজু ক্লাবের অন্যান্য কর্মকর্তাদেরও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। তাদেরকে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। এছাড়াও পরবর্তী পাঁচ ম্যাচ তাদের খেলতে হবে দর্শকশূন্য মাঠে।

গত সোমবার তুর্কি সুপার লিগে আংকারাগুজু বনাম জাইকুর রিজেসপোরের ম্যাচে ঘটে এমন ঘটনা। ম্যাচের শেষ মুহূর্তে এগিয়ে থাকা আঙ্কারাগুজুর বিপক্ষে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে শেষ মুহুর্তের গোলে ১-১ সমতায় আংকারাগুজুকে তাদের হোম গ্রাউন্ডেই রুখে দেয় জাইকুর রিজেসপোর।

রেফারির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি আঙ্কারাগুজু ক্লাবের সভাপতি ফারুক কোজা। মাঠে ঢুকে রেফারির মুখে চালান সজোরে এক ঘুষি। রেফারি মাটিতে পড়ে গেলে ফারুক কোজার সাথে থাকা লোকজনও মারধর করেন রেফারি মিলারকে।

এমন ঘটনার পরপরই তুরস্কের সকল পর্যায়ের লিগ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করেছিল দেশটির ফুটবল ফেডারেশন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজেও এমন নেককার জনক ঘটনার তীব্র নিন্দা জানান। খোদ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান রেফারি মিলারের সাথে ভিডিও কলে কথা বলে সহমর্মিতা জানিয়েছেন।

আরও পড়ুন: ফাইনালে যাওয়ার লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে কারা?

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল