Connect with us
ক্রিকেট

পাকিস্তান টেস্টের আগে সাকিবকে নিয়ে হেড কোচের যে মন্তব্য

hathuru singhe and shakib
চন্ডিকা হাথুরুসিংহে ও সাকিব আল-হাসান। ছবি- সংগৃহীত

নামটা যখব সাকিব আল-হাসান আলোচনা সমালোচনা যে থাকবেই। ক্রিকেট কিংবা রাজনৈতিক পরিমন্ডল সবখানেই সমানভাবে আলোচিত এই ক্রিকেট তারকা। চলতি বছর দ্বাদশ সংসদ নির্বাচনে নাম লেখান রাজনীতিতে, নির্বাচিত হন সংসদ সদস্য হিসাবে। দেশের এমন পরিস্থিতিতে প্রায় সকল সংসদ সদস্যই রয়েছেন আড়ালে, সেখানে সাকিব ভিন্ন।

সাকিব খেলবেন কি, খেলবেন না তা নিয়েও ছিলো ব্যাপক সংশয় কিন্তু শেষ পর্যন্ত ডাক পেয়েছেন পাকিস্তান সিরিজে। খেলবেন দুটি টেস্ট ম্যাচেই। শুধু পাকিস্তান সিরিজেই নয়, এ বছর ৮ টেস্টের সবকটিতে খেলবেন বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

সাম্প্রতিক সময়ে অফ-ফর্মে থাকলেও সাকিব যদি দলে থাকেন, তাকে ঘিরে প্রত্যাশার পারদ উঁচুতেই থাকবে টিম ম্যানেজমেন্টর।

আরও পড়ুন :

» বাংলাদেশে তৈরি হচ্ছে স্পোর্টস ইনস্টিটিউট, এটি কিভাবে কাজ করে?

» নারী বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশের বাধা কোথায়?

» চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ আজকের খেলা (২০ আগস্ট ২৪)

গতকাল সংবাদ সম্মেলনে সাকিব এর ব্যাপারে মুখ খুলেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সাম্প্রতিক সময়ে সাকিবের মাঝে পরিবর্তন দেখেছেন কিনা এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘হ্যাঁ। সে ভালো ব্যাট করছে। তাকে বেশি ফিট মনে হচ্ছে।

হেড কোচ বলেন, সাকিব চোখের কিছু টেস্ট করিয়েছে। সে জানিয়েছে, এর ফলে তার খেলায় মনোযোগ দিতে সুবিধা হচ্ছে। আগের সমস্যাগুলো কাটিয়েছে।

এরপর তিনি জতীয় দলের স্পিন কোচ সাবেক পাকিস্তানি কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ সম্পর্কেও মন্তব্য করেন, আমি মুশিকে (মুশতাক আহমেদ) অনেক দিন ধরে চিনি। ১৯৯৮ সাল থেকে তাকে চিনি আমি। ইংল্যান্ড, পাকিস্তানের কোচিং এর দায়িত্ব দারুণভাবে সামলেছেন তিনি। আরো প্রশংসা করেন তার উপমহাদেশের পিচ কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞতার।

তিনি বলেন, স্থানীয় অনেক ব্যাপারে তার জ্ঞান রয়েছে। অভিজ্ঞতাও আছে দুনিয়ার নানা প্রান্তে কাজ করার। শুধু বোলিং নিয়ে নয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সে আমাদের সাহায্য করে যাচ্ছে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট-এ বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল বুধবার। খেলাটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। করাচিতে ৩০ তারিখ সিরিজের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা থাকলেও তা সরিয়ে আনা হয়েছে একই ভেন্যুতে। করাচি স্টেডিয়াম সংস্কারের কাজ চলমান থাকায় মূলত ভেন্যু পরিবর্তন করা হয়েছে জানা যায়।

ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৪/এএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট