ভারত বিশ্বকাপে দলের হয়ে খেলতে না পারার শঙ্কায় থাকা ট্রাভিস হেডের শতকে ভর করেই ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। পুরো আসর জুড়ে দুর্দান্ত খেলা হেড এবার ওয়ানডে র্যাঙ্কিংয়েও তার ফল দেখতে পেলেন। আইসিসির সর্বশেষ করা হালনাগাদে ২৮ ধাপ এগিয়ে তার অবস্থান এখন র্যাঙ্কিংয়েও ১৫ নম্বরে। এছাড়া উন্নতি হয়েছে মেহেদী মিরাজসহ, বিরাট কোহলি, রোহিত শর্মা, জশ হ্যাজেলউডদের।
বিশ্বকাপ চলাকালীন শেষ হালনাগাদের পর বিশ্বকাপ শেষের এক সপ্তাহ পর আজ সর্বশেষ ওয়ানডে র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে বিশ্বকাপ ফাইনালে ১২০ বলে ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া ট্রাভিস হেড বড় পুরস্কারই পেয়েছেন। র্যাংকিংয়ে ২৮ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন এই অজি ওপেনার।
চোটের কারণে দলের হয়ে প্রথম পাঁচ ম্যাচ খেলতে না পারলেও বাকি ৬ ম্যাচে ৫৪.৮৩ গড়ে ১২৭ এর বেশি স্ট্রাইক রেটে ৩২৯ রান তুলেছেন। অজিদের হয়ে অন্যতম সেরা পারফরমার ছিলেন তিনি, তারই পুরস্কার পেলেন।
এবারের বিশ্বকাপটা বিরাট কোহলির ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য ছিল একদম সোনায় সোহাগা হওয়ার মত। রেকর্ড বই ওলোট পালোট করা বিশ্বকাপে ১১ ম্যাচে ব্যাট হাতে সর্বোচ্চ ৭৬৫ রান করেন এই ভারতীয় রান মেশিন। তার ব্যাটিং গড় ছিল ৯৫.৬২ এবং স্ট্রাইক রপট ছিল ৯০.৩১।
৩ শতক এবং ৬ অর্ধ শতক হাঁকানো বিশ্বকাপে তিনি শচীন টেন্ডুলকারের দুটি রেকর্ডও ভেঙে দেন। ওডিআইতে সর্বোচ্চ ৫০ তম শতকের সাথে এক আসরে শচীনের করা সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙেন। ফলশ্রুতিতে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়েও ৪ থেকে ৩ নম্বরে উঠে এসেছেন কোহলি।
আরেক ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মাও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। ৫ থেকে ৪ নম্বরে উঠে এসেছেন বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৭ রান করা ভারত কাপ্তান। হিটম্যান খ্যাত রোহিতের বর্তমান রেটিং পয়েন্ট ৭৬৯। ব্যাটারদের র্যাংকিংয়ের ১ ও ২ নম্বর স্থান অবশ্য এখনো অপরিবর্তিতই আছে। শীর্ষ স্থানে আছেন শুবমান গিল, তার রেটিং পয়েন্ট ৮২৬। দ্বিতীয় স্থানে থাকা বাবর আজমের পয়েন্ট ৮২৪।
ওয়ানডেতে অলরাউন্ডারদের তালিকায় এখনো নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের ২০২৩ বিশ্বকাপটা যদিও খুব একটা ভালো যায়নি। ৭ ম্যাচে ২ ফিফটিতে সাকিবের রান মোটে ১৮৬, বল হাতে নিয়েছেন ৯ উইকেট। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ৯ এ উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১০ উইকেট নেন এই অলরাউন্ডার, ব্যাট হাতে রান করেছেন ২০১।
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বোলারদেরও সবশেষ হালনাগাদে উন্নতি এসেছে। আসরে অজিদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড। চার ধাপ এগিয়ে বোলারদের তালিকার দুইয়ে অবস্থান করছেন এই অজি পেসার। এছাড়া অজিদের হয়ে সর্বোচ্চ এবং আসরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী অ্যাডাম জাম্পা র্যাঙ্কিংয়ের পাঁচে আছেন। ৮ ধাপ এগিয়ে ১২ নম্বরে আছেন মিচেল স্টার্ক। এছাড়া ৭ ধাপ এগিয়ে ২৭ নম্বরে অবস্থান করছেন বিশ্বকাপজয়ী কাপ্তান প্যাট কামিন্স।
আরও পড়ুন: বাংলাদেশে ফিরছেন টাইগারদের স্পিন বোলিং কোচ হেরাথ
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৩/এমএস/এমটি