Connect with us
ক্রিকেট

রাতে আসছেন হেডমাস্টার হাথুরুসিংহে

হেডমাস্টার হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহ। ছবি- গুগল

২০১৭ সালে দায়িত্বে থাকা অবস্থাতে চাকরি ছেড়ে দেয়া চন্ডিকা হাথুরুসিংহেকেই আবারও বাংলাদেশ দলের দায়িত্ব দিয়েছে বিসিবি। আর আজ রাতেই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে ঢাকায় আসছেন তিনি।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে আজ রাত ১০টা ৪০ মিনিট নাগাদ ঢাকায় পৌঁছার কথা রয়েছে হাথুরুসিংহকে বহনকারী বিমানটি। আগামী দুই বছরের জন্য তামিম-সাকিব-মুশফিকদের দায়িত্ব নেবেন হাথুরু।

বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ দলের দুই ফরম্যাটের দলনেতা সাকিব আল হাসান হাথুরুসিংহেকে নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে টাইগার পেসার তাসকিন বেশ রোমাঞ্চিত। এদিকে হাথুরুর নতুন দায়িত্ব বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করছেন স্পিন কোচ রঙ্গানা হেরাথ।

২০১৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পান লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার অধীনে টাইগার বেশ ভালো করতে থাকে। কিন্তু দায়িত্বে থাকা অবস্থায় ২০১৭ সালে হুট করেই চাকরি ছেড়ে দেন তিনি।

আরও পড়ুন: ভয়ানক ইনজুরিতে নেইমার,দিলেন আবেগী বার্তা

ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি/এমএম

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট