Connect with us
ক্রিকেট

ফিফটির দেখা পেলেন হৃদয়-জাকের, বড় লক্ষ্যের পথে বাংলাদেশ

Hridoy-jaker
ষষ্ঠ উইকেটে দারুণ এক জুটি গড়েন হৃদয় ও জাকের। ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে বাংলাদেশ। তবে শুরুতেই হতাশ করেছে টাইগারদের ব্যাটিং লাইনআপ। ভারত পরীক্ষায় উতরাতে ব্যর্থ হন টপ অর্ডাররা। দলীয় ৩৫ রান তুলতেই ৫ ব্যাটারকে হারায় তারা। তবে তাওহীদ হৃদয় ও জাকের আলীর ব্যাটে বিপর্যয় অনেকটা সামাল দিয়েছে টিম টাইগার্স।

শুরুতে হতাশাজনক ব্যাটিংয়ে ৫ উইকেট হারানোর পর দেখেশুনে খেলেন হৃদয় ও জাকের। তাদের ব্যাটে ভর করে ইতোমধ্যে দেড়শ পেরিয়েছে টাইগাররা। দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান। জাকের ১১৩ বলে ৬৮ এবং হৃদয় ৯৭ বলে ৭৯ রান করে অপরাজিত আছেন।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। দারুণ ছন্দে থাকা এই ব্যাটার ৫ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হন। এরপর তিনে নামা শান্তও হতাশ করেছেন। টাইগার কাপ্তানও হাঁটেন সৌম্যের দেখানো পথে। ২ বল খেলে ডাক মেরে সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার।


আরও পড়ুন:

» মাইনাস ১৭ ডিগ্রি তাপমাত্রায় গোল করে উষ্ণতা ছড়ালেন মেসি

» এমবাপ্পের হ্যাটট্রিকে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল 


দলীয় ২ রানেই ২ উইকেট হারিয়ে বড় বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর মেহেদি হাসান মিরাজকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছিলেন তানজিদ তামিম। তবে দলীয় ২৬ রানের মাথায় কাটা পড়েন তিনিও। প্যাভিলিয়নে ফেরার আগে ১০ বলে ৫ রান করেছেন এই ডানহাতি ব্যাটার।

শুরু থেকে অন্যান্য ব্যাটাররা কিছুটা ভুগলেও দারুণ খেলছিলেন তানজিদ তামিম। তবে দলীয় ৩৫ রানের মাথায় ফিরে যান তিনিও। ইনফর্ম এই ওপেনার সাজঘরে ফেরার আগে ২৫ বলে ২৫ রান করেন। তামিমের বিদায়ের পর দলের দায়িত্ব ছিল অভিজ্ঞ মুশফিকুর রহিমের কাঁধে। তবে উইকেটরক্ষক ব্যাটারও হতাশ করেছেন। নিজের প্রথম বলেই ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক খেয়ে সাজঘরে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট