Connect with us
ফুটবল

‘সেরাদের সেরা’ পুরস্কার জিতে যা বললেন মেসি

Lionel Messi won Champion of Champions trophy
লিওনেল মেসির পুরস্কার। ছবি- মেসি

চলতি মাসের শুরুতে ৪৬তম দলগত ট্রফি হিসেবে মেজর লিগ সকারে সাপোর্টার্স শিল্ড জিতেছিলেন লিওনেল মেসি। এর আগে সর্বশেষ কোপা আমেরিকা জিতে সর্বাধিক শিরোপা জয়ের রেকর্ড গড়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। এবার স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ কর্তৃক বিশেষ সম্মাননা পেয়েছেন মেসি।

ফুটবল ইতিহাসে সর্বাধিক শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে মেসিকে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ বা ‘সেরাদের সেরা’ সম্মানে সম্মানিত করেছে এই স্প্যানিশ গণমাধ্যমটি। গতকাল বৃহস্পতিবার ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে আয়োজিত এক অনুস্ঠানে এই পুরস্কার মেসির হাতে তুলে দেয়া হয়। 

দলগত সর্বোচ্চ ট্রফি জেতার পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও সবার সেরা লিওনেল মেসি। জিতেছেন ক্যারিয়ারের ৫৬তম ব্যক্তিগত পুরস্কার। তবে এখানেই থেমে থাকতে চান না মেসি। সময়ের সঙ্গে আরও অসংখ্য শিরোপা নিজের করে নিতে চান এই আর্জেন্টাইন তারকা। এছাড়া কথা বলেছেন ২০২৬ বিশ্বকাপে নিজের খেলা নিয়ে।

মার্কাকে মেসি বলেন, ‘আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং শৈশবে যা কল্পনা করেছিলাম তার চেয়েও বেশি অর্জন করছি। ঈশ্বর আমাকে তা দিয়েছেন। একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় স্বপ্ন হিসেবে বিশ্বকাপ জয় করেছি। আমি বার্সেলোনার হয়ে অনেক শিরোপা জিতেছি। প্যারিসে এবং এখন ইন্টারের সাথেও জিতেছি। আমি আরও অনেক অর্জনের চেষ্টা করছি।’

আরও পড়ুন:

» পাকিস্তানকে হারিয়ে সাফে শুভ সূচনা করল ভারত

» অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে প্রোটিয়ারা

আর্জেন্টিনার হয়ে বলেন, ‘সম্প্রতি আর্জেন্টিনায় দর্শক ভর্তি মনুমেন্টাল স্টেডিয়ামে আমার ও আমার সতীর্থদের নামে গলা ফাটানো শুনতে খুব ভালো লেগেছে। দলটির সঙ্গে আমার অনেক খারাপ সময় পার হয়েছে, তবে এখনকার মুহূর্ত আমি উপভোগ করছি। সময় দ্রুত চলে যাচ্ছে। ফুটবলের প্রতি আমার ভালোবাসা অনেক বেশি।’

২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা সে বিষয়ে মেসি জানান, ‘আমি আগাম কিছু ভাবি না। আমি প্রতিদিন উপভোগ করার চেষ্টা করি। যখন সময় আসবে, তখন দেখা যাবে। আমি সময়কে তাড়া করতে চাই না। আমি এমন লেভেলে পারফর্ম করতে চাই, যাতে আমি খুশি থাকতে পারি। আমার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বকাপে খেলতে পারব কি না তা নয়।’

ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল