Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়া সফরে উইন্ডিজ দল থেকে বাদ পড়লেন হেটমায়ার

shimron hetmyer
অস্ট্রেলিয়া সফরে উইন্ডিজ দলে জায়গা হয়নি শিমরন হেটমায়ারের। ছবি- সংগৃহীত

বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের বিশ্বে শিমরন হেটমায়ার বড় এক নাম। অথচ এত বড় টি-টোয়েন্টি তারকাই কিনা ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে জায়গা মেলেনি। বাদ পড়েছেন আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড থেকে। তবে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে থাকতে না চাওয়া জেসন হোল্ডার। এছাড়াও টেস্ট ক্রিকেটের প্রতি অনীহা থাকা কাইল মায়ার্সকেও ২০ ওভারের ক্রিকেটের জন্য ডাকা হয়েছে।

সাথে ক্যারিবীয়দের টি-টেয়েন্টি দলে আরও আছেন ব্রেন্ডন কিং এবং শেরফানে রাদারফোর্ড। অবশ্য এই চারজনকে ওয়ানডে দলে জায়গা দেয়া হয়নি। টেস্ট এবং ওয়ানডে সিরিজ শেষ করে অজিদের বিপক্ষে ২০ ওভারের লড়াইয়ে মাঠে নামবে ক্যারিবীয়রা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হবে হোবার্টে আগামী ৯ ফেব্রুয়ারী, পরের দু’টি ম্যাচ হবে অ্যাডিলেড এবং পার্থে যথাক্রমে ১১ ও ১৩ ফেব্রুয়ারী।

দল ঘোষণা করে উইন্ডিজক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, ‘ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারানোয় আমরা প্রত্যাশা করছি অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের ছেলেরা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে। দীর্ঘদিন ধরে অসাধারণ ক্রিকেট খেলা কয়েকজন ক্রিকেটারকে আমরা দলে অন্তর্ভুক্ত করেছি। দলে ভালো প্রভাব রাখতে পারবে এমন কয়েকজনকে আমরা এবার দলে সুযোগ দিয়েছি। এছাড়া কয়েক মাস পরই আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি, তাই বিশ্বকাপের আগে এই সংস্করণের সিরিজ আমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করছি, ভারত এবং ইংল্যান্ড সিরিজের অনুরূপ এই সিরিজেও আমরা ভালো করতে পারবেো। বড় টুর্নামেন্ট শুরুর আগে আমাদের উন্নতির ধারা বজায় রাখতে হবে।’

এদিকে ইংলিশদের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু’ম্যাচে টানা ব্যর্থতার জেরে দল থেকে বাদ পড়েন হেটমায়ার। উইন্ডিজদের হয়ে তার সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার রান ছিল পর্যায়ক্রমে ৩২, ০ এবং ১২। আর ২০ ওভারের খেলায় দুই ম্যাচে খেলেছিলেন ১ এবং ২ রানের দুটো ইনিংস। ফলে তার দল থেকে বাদ পড়াটা অনিবার্য হয়ে পড়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডেতে হেটমায়ারের গড় এবং স্ট্রাইকরেট অবশ্য বেশ ভালো।

এর আগে অজিদের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছিল উইন্ডিজদের। কারণ সেই দলটির সাতজনের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি। অজিদের বিপক্ষে উইন্ডিজরা প্রথম টেস্ট খেলতে নামবে ১৭ জানুয়ারী এবং দ্বিতীয় টেস্টটি হবে ২৫ জানুয়ারী ব্রিসবেনে। এরপরই শুরু হওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে মেলবোর্নে আগামী ২ ফেব্রুয়ারি, পরের দুই ম্যাচ হবে সিডনি এবং ক্যানবেরায় যথাক্রমে ৪ ও ৬ ফেব্রুয়ারি।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), আলিক আথানাজে, রোমারিও শেফার্ড, টেডি বিশপ, কিচি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ, গুদাকেশ মোতি, কিয়র্ন ওটলি,আলজারি জোসেফ, ওশান থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, জনসন চার্লস, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ওশান থমাস।

আরও পড়ুন: বল টেম্পারিং কাণ্ড: ৬ বছর পর সুসংবাদ পেলেন স্মিথ 

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট