Connect with us
ফুটবল

সেমিফাইনালে নাসরকে হারিয়ে হিলালের টানা ৩৫ জয়

আল নাসর বনাম আল হিলাল ম্যাচ। ছবি- আল হিলাল

গেল রাতে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল নাসরকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে সৌদি প্রো-লিগের শীর্ষ ক্লাব আল হিলাল। এদিন রোনালদোর দলকে ২-১ গোলে হারিয়ে সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৫ ম্যাচে জয় তুলে নিয়েছে আল হিলাল। যে পরিসংখ্যানে বিশ্বে আর কোন দল নেই হিলালের ধারে কাছে।

গতকাল সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাতে মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি সুপার কাপের প্রথম সেমিফাইনালে আল হিলালের কাছে পরাজিত হয়েছে রোনালদোর নাসর। দুটি গোলই দ্বিতীয় আর্ধে করেছে হিলাল। শেষ মুহূর্তে একটি গোল শোধ দিলেও তা যথেষ্ট হয়নি নাসরের জন্যে। উল্টো নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো।

এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা-আক্রমণে চলতে থাকে খেলা। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও সফলতা পাইনি কোন দল। তবে বিরতি থেকে ফিরে ম্যাচের ৬১ মিনিটে এগিয়ে যায় আল হিলাল। সতীর্থের বাড়িয়ে দেওয়া বল ফাঁকায় পেয়ে লক্ষ্যভেদ করেন সেলিম আল দেশওয়ারী।

এর পাঁচ মিনিট বাদেই ব্যবধান দ্বিগুন করতে পারত আল হিলাল। ব্রাজিলিয়ান ফুটবলার মালকোমের নেওয়া জোরালো শট প্রতিহত হয় গোল পোস্টে লেগে। তবে ম্যাচের ৭২ মিনিটে সতীর্থের দারুন এক ক্রস থেকে হেডে গোল করে দলের ব্যবধান ঠিকই বাড়িয়েছেন মালকোম। ম্যাচে ফেরার একাধিক চেষ্টা করেও সফলতা পায়নি আল নাসর।

Cristiano Ronaldo foul and take red card in nassr vs hilal match

প্রতিপক্ষ ফুটবলারকে রোনালদোর ফাউল করার মুহূর্ত।

যোগ করার সময়ের শেষ মিনিটে সতীর্থের বাড়ানো বল থেকে হেডে গোল করেন আল নাসরের ফুটবলার সাদিও মানে। এর আগে ম্যাচের ৮৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নাসরের সবথেকে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সাইড লাইনে আউট হওয়া বল নেওয়ার সময় রোনালদোর কনুই প্রতিপক্ষ ফুটবলারের বুকে লাগলে এমন শাস্তি পান তিনি।

এতে করে আল হিলালের জয়রথ এগিয়ে গেল আরও একধাপ। গেল মাসেই ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দ্য নিউ সেইন্টসের টানা ২৭ জয়ের রেকর্ড ভেঙেছিল নেইমার জুনিয়রের ক্লাব আল হিলাল। এরপর যেন নিজেদের ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ক্লাবটি। আগামী বৃহস্পতিবার আল ইত্তিহাদের বিপক্ষে সুপার কাপের ফাইনাল খেলবে হিলাল।

আরও পড়ুন: ‘পার্পল ক্যাপ’ ফিরে পেয়ে যা বললেন মুস্তাফিজ

ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল