Connect with us
ক্রিকেট

৩ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানি স্পিনারের ইতিহাস

Sufiyan Muqeem took 5 wickets
জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন সুফিয়ান মুকিম। ছবি- সংগৃহীত

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফর করেছে পাকিস্তান। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিলো সফরকারীরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজটি জিতে নিয়েছে আগা সালমানের নেতৃত্বাধীন দলটি।

এই ম্যাচে এক ইতিহাস গড়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম। ২.৪ ওভার বল করে মাত্র ৩ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন এই স্পিনার। এতে পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডটি এখন তার দখলে।

এতদিন পাকিস্তানের টি-টোয়েন্টি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার ছিল উমর গুলের। ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছিলেন এই পেসার।

Sufiyan Muqeem

সুফিয়ান মুকিম। ছবি- সংগৃহীত  

আরও পড়ুন:

» নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ সাবেক ক্যারিবীয় ও অজি তারকা

» নাটকীয়তার ম্যাচে অল্পের জন্য হার, তবুও সেমিতে বাংলাদেশ 

এদিন বুলাওয়েতে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় জিম্বাবুয়ে। ইনিংসের পঞ্চম ওভারে দলীয় ৩৭ রানে প্রথম উইকেট হারায় দলটি। এরপরই বাধে বিপত্তি। হ্যারিস রুউফ-আব্বাস আফ্রিদিদের বোলিং তোপে ৪০ রানেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর মুকিম একাই জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ধস নামান।তার বোলিং তোপে ১২.৪ ওভারে ৫৭ রান তুলেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। মুকিমের ৫ উইকেটের পাশাপাশি আব্বাস ২টি এবং হ্যারিস, আবরার ও আগা সালমান ১টি করে উইকেটের দেখা পেয়েছেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৫.৩ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। দলের পক্ষে সাইম আইয়ুব ১৮ বলে ৩৬ এবং ওমাইর ইউসুফ ২২ রান করে অপরাজিত ছিলেন।

আগামী ৫ ডিসেম্বর বুলাওয়েতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান ও জিম্বাবুয়ে।

ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট