কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দারুন এক ম্যাচ উপহার দিয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় সারির দল কভেন্ট্রি। দারুন এক ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত ভাগ্যের কাছে পরাজয় বরণ করেছে দলটি। ট্রাইবেকারে ৪-২ গোলে কভেন্ট্রিকে হারিয়ে ম্যানসিটির পর এফএ কাপের ফাইনালে পৌঁছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
গতকাল রোববার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ৩-০ গোল ব্যবধানে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে খেলার বাকি সময়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরায় কভেন্ট্রি। তবে শেষ পর্যন্ত ট্রাইবেকারে গিয়ে কপাল পুড়েছে আকাশী নীলদের।
এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে চেষ্টা করছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের মাত্র ২৩ মিনিটে স্কট ম্যাক টোমিন্যায়ের গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। প্রথমার্ধের যোগ করা মিনিটে কর্নার থেকে হেড করে ব্যবধান বাড়ান হ্যারি মাগুয়ির। ইউনাইটেডের হয়ে তৃতীয় গোল করেন পর্তুগিজ ফুটবলার ব্রুনো ফার্নান্দেজ।
৩-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচে পরাজয় অনেকটা নিশ্চিত হওয়ার পরেও দারুণভাবে লড়াই চালিয়ে যায় কভেন্ট্রি। ম্যাচের ৭১ মিনিটে প্রথম গোল শোধ দেয় ইংলিশ ফুটবলার এলিস সিম্স। এর ৮ মিনিট বাদেই ক্যালাম ও’হারের গোল থেকে ব্যবধান আরও কমায় আকাশী নীলরা। যোগ করার সময়ে পেনাল্টি থেকে গোল করে কমেন্ট্রিকে সমতায় ফেরান হাযী রাইট।
অতিরিক্ত সময়ে খেলা করালে সেখানেও দেখা যায় রোমাঞ্চ। তবে সাফল্য পায়নি কোন দল। অবশ্য অতিরিক্ত সময়ের দ্বিতীয় আর্ধের যোগ করা সময়ে গোল করে জয়ের উল্লাসে মেতেছিল কভেন্ট্রি। তবে শেষ পর্যন্ত সেটি বাতিল হয়ে যায় অফসাইডে। এরপর খেলা গড়ায় ট্রাইবেকারে। যেখানে ক্যাসেমিরোর নেয়া প্রথম শট রুখে দিয়ে ইতিহাস গড়ার বার্তা দিচ্ছিলেন কভেন্ট্রি গোলরক্ষক।
টাইব্রেকারে নিজেদের নেওয়া প্রথম দুই শটে গোল করে এগিয়ে গিয়েছিল এফএ কাপের দ্বিতীয় সাড়ির দলটি। তবে এরপর আর কোন গোল করতে পারেনি তারা। উল্টো ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ চার শটে দালোত, ক্রিস্টিয়ান এরিকসেন, ব্রুনো ফার্নান্দেজ ও সবশেষ হইলুন্দ গোল করে দলকে হাফ ছেড়ে বাঁচিয়েছে। আগামী ২৫ মে ম্যানসিটির বিপক্ষে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হবে রেড ডেভিলরা।
আরও পড়ুন: রিয়াল দুর্গে হতাশ বার্সা, ডাকছে শিরোপা
ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৪/এফএএস