অভিষেক ম্যাচেই ৯ উইকেট শিকার করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। মাত্র ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। আর এতেই বাজিমাত। রঞ্জি ট্রফিতে এমন কৃতিত্ব করেন ভারতের মনিপুরের ফেইরোইজাম সিং।
ম্যাচে ১০ উইকেটই পেতে পারতেন ডান হাতি এ বোলার। অল্পের ১০ নম্বর উইকেটটি হাতছাড়া করেন তিনি। ফেইরোইজামের সতীর্থ রেক্স রাজকুমার দশম উইকেটটি শিকার করেন।
এদিকে রঞ্জির ইতিহাসে এর আগে এমন কীর্তি গড়েন মাত্র তিনজন ভারতীয় বোলার। বসন্ত রঞ্জন, অমরজিৎ সিং ও সঞ্জয় যাদব। এবার চতুর্থ বোলার হিসেবে এ তালিকায় নাম লেখালেন ফেইরোইজাম।
গত বুধবার রংপোতে সিকিমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্লেট গ্রুপ ম্যাচে এমন মাইলফলক ছুঁয়েছেন মণিপুরের এই খেলোয়াড়। ডানহাতি এ বোলার ২২ ওভার বল করে ৫টি মেইডেন ওভার করেন। ম্যাচে ৬৯ রান দিয়ে ৯ উইকেট তুলে নেন।
এদিকে ওই ম্যাচে ১৬ বছরের কিশোরের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে সিকিমকে ২২০ রানে অলআউট করে মণিপুর। প্রথম-শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে যে কোনো বোলারের ক্ষেত্রে এটি দশম সেরা বোলিং ফিগার।
আরও পড়ুন: ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেন, কে এই সূর্যকুমার
অপরদিকে ইংল্যান্ডের বোলার অ্যালবার্ট মস ও ফিটজ হিন্ডস প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে অভিষেকে ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। একটুর জন্য সেই রেকর্ড ছুঁতে পারেননি ফেইরোইজাম।
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২২/এসএ