Connect with us
ক্রিকেট

হংকং সিক্সেস: ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা

srelanka team
শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

আজ (রবিবার) শ্রীলঙ্কা-পাকিস্তানের ম্যাচ দিয়ে পর্দা নেমেছে হংকং সিক্সেস টুর্নামেন্টের। এ ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছেন লঙ্কানরা।

এর আগে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা। অন্য দিকে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে পাকিস্তান।

ট্রফি নির্ধারণী এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেয়ে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়েন পাক-বাহিনীরা। ধানাঞ্জায়া লাকশানের বলে নিজের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন আসিফ আলি। একই ওভারে ২ বলে ১ রান করে লাকশানের শিকার হয়ে ফেরেন হুসাইন তালাতও। এরপরই চাপে পড়েন যাই পাকিস্তান।

খাদের কিনারা থেকে দলকে ওপেনার মোহাম্মদ আখলাক এবং অধিনায়ক ফাহিম আশরাফ তোলার চেষ্টা করেন। তবে ৪ বলে ১৩ রান করে ফাহিম ফিরলে ফের চাপে পড়েন আসিফ-ফাহিমরা। আখলাকের ২০ বলে ৪৮ রানে ভর করে সব কয়টি উইকেট হারে মাত্র ৭২ রান স্কোর বোর্ডে জমা করতে সক্ষম হয় পাকিস্তান। শ্রীলঙ্কার হয়ে বল হাতে ২ টি করে উইকেট পান লাকশান এবং থারিন্দু রাথনায়েকে। এছাড়া ১ টি করে উইকেট শিকার করেন নিমেশ ভিমুকথি এবং মাধুশানাকা।

সহজ লক্ষ্যে তাড়া করতে নেমে প্রথমে দেখে শুরু করলেও দ্রুত উইকেট হারায় শ্রীলঙ্কা। ৭ বলে মাত্র ২ রান করে রান আউট হয়ে ফেরেন লাকশান। এরপর ওপেনার স্যান্ডুন উইরাক্কোদিকে নিয়ে দ্রুত রান তুলেন অধিনায়ক মাধুশানাকা। শেষ পর্যন্ত ৬ বল হাতে রেখেই ৩ উইকেটের বড় জয় পান লঙ্কাননা। ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ রান করে ৩৪ রান করেন উইরাক্কোদিকে। পাকিস্তানের হয়ে বল হাতে ১ টি করে উইকেট শিকার করেন ফাহিম এবং তালাত।

আরও পড়ুন: বোর্ডার-গাভাস্কার ট্রফি : প্রথম টেস্টেই অনিশ্চিত রোহিত

ক্রিফোস্পোর্টস/৩ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট