বিপিএলের শুরু থেকে অসন্তুষ্টি দেখা যাচ্ছে স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা দর্শকদের মাঝে। টুর্নামেন্টে উদ্বোধনী দিনেই টিকিট কাটা নিয়ে দেখা গেছে বিশৃঙ্খলা। মিরপুর স্টেডিয়াম এলাকায় বিক্ষুব্ধ দর্শকদের অস্থিরতা চোখে পড়ে। এবার ঢাকা পর্বের খেলা বিরতি দিয়ে আবারও মাঠে গড়ানোর দিনেই দেখা গেল নতুন করে হট্টগোল। আর যা গড়িয়েছে অগ্নিকাণ্ডের মতো ঘটনাতে।
বিপিএলে দুই দিন খেলা চলার পর মাঝে একদিন বিশ্রামে ছিল দলগুলো। আজ দুপুরে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে ফের মাঠে গড়িয়েছে টুর্নামেন্টটি। আর এই ম্যাচের আগেই টিকিট নিয়ে জটিলতার কারণে বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দর্শকদের একাংশ। আজ দুপুর ১২ টার দিকে এমন ঘটনার জন্ম দেয় টিকিট প্রত্যাশীরা।
জানা গেছে, সকাল থেকে টিকিটের জন্য মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। তবে দীর্ঘ সময় লাইন ধরে দাড়িয়ে থেকেও টিকিটের দেখা না পেয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন টিকিট প্রত্যাশি দর্শকরা। যদিও বিসিবি ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে টিকিট সরবরাহ শুরু করেছে। অবশ্য সেই দর্শকদের ভাষ্যমতে তারা অনেকেই এমন কিছু জানেন না, এবং অনলাইনে টিকিট কাটতে অভ্যস্ত নন।
এতে করে দেখা যায় সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন টিকিট প্রত্যাশিরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এমনকি সুইমিং কমপ্লেক্স ভবনেও ভাঙচুরের ঘটনা ঘটায় তারা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস এবং জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন:
» দায়িত্ব ছাড়ছেন শান্ত, যে হতে পারেন নতুন অধিনায়ক
» কোচ হিসেবে বাফুফের পছন্দের তালিকায় আছেন যারা
ক্রিকেট সংশ্লিষ্টদের মতামত টিকিট ক্রয়ের প্রক্রিয়া কেবল প্রেস স্লিপ দিয়ে জানিয়ে না দিয়ে স্টেডিয়াম এলাকায় মাইকিং করার ব্যবস্থা করা। যাতে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে পারে। এবারের বিপিএলের টিকিট অনলাইন থেকেই কেনা যাচ্ছে। এ ছাড়া মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট। তবে ব্যাংক হলিডেতে বুথের মাধ্যমে দেয়া হবে টিকিট।
মধুমতি ব্যাংকের যেসব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে
১. মিরপুর শাখা (মিরপুর ১১)
২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)
৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)
৪. গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি)
৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)
৬. কামরাঙ্গীর চর শাখা
৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)
ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২৫/এফএএস