অনলাইনে প্রতারণার ফাঁদে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শুনতে অবাক করা বিষয় হলেও, এমনই চমকপ্রদ তথ্য দিয়েছেন ক্রিকেটবিষয়ক ওয়েসবাইট ‘ক্রিকবাজ’। ক্রিকবাজ জানায়, অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে ২৫ কোটি টাকা খোয়া গেছে আইসিসির।
বৃহস্পতিবার দুবাইয়ে আইসিসি কার্যালয়ের হিসাব বিভাগ এই প্রতারণার বিষয়টি জানতে পারে।
আইসিসির হিসাবে ২৫ কোটি টাকা গরমিল আছে এমন বিষয়টি বুঝতে পেরে যাচাই-বাছাই করে আইসিসি। পরে ধরা পরে অনলাইনে প্রতারণার বিষয়টি।
প্রাথমিক তদন্তে জানা যায়, আইসিসির অর্থ বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা বা ব্যক্তি। এরপর বেশ কিছু ধাপে ২৫ কোটি টাকা সরিয়ে নেওয়া হয়।
এদিকে এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি আইসিসি। তবে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংস্থাটি। তবে ক্রিকবাজের সঙ্গে সংস্থাটির কেউই এ নিয়ে কথা বলতে রাজি হননি। তবে এটা নিয়ে নিজস্ব তদন্তের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগ করছে আইসিসি।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৩/এসএ