Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট : খেলা দেখবেন যেভাবে

bangladesh vs india
ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের অপেক্ষার পালা শেষ করে আগামীকাল(১৯ সেপ্টেম্বর) ২২ গজে নামবে দুটি দল। ভারত- বাংলাদেশ ম্যাচ দর্শকের কাছে বরাবরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। অনেক সময় খেলা কীভাবে দেখবে এই নিয়ে বিপাকে পরতে হয় দর্শকদের।

আগামীকাল কাল চেন্নাইয়ে বাংলাদেশ সময় সকাল ১০ টায় মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। দ্বিপাক্ষিক এই সিরিজ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

এছাড়াও টিভি চ্যানেলের পাশাপাশি অনলাইনেও দেখা যাবে এই সিরিজটি। র‍্যাবিটহোল বিডি ডট কম এই সিরিজটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে। আজ তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন। এছাড়াও তারা হাইলাইটসও দেখাবে। তারা অনলাইন স্ট্রিমিং লিংক দিয়েছে ফেইসবুক পেইজে।

আরও পড়ুন: নারী টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আগামী ২৭শে সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ভারত-বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে এই দুটি দল। আগামী মাসের ৬, ৯, এবং ১২ তারিখে গোয়ালিয়র, দিল্লি এবং হায়ারদারবাদে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রতিবেশী এই দুটি দল।

ভারত-বাংলাদেশ এই পর্যন্ত টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি – ৩ সংস্করণ মিলে ৬৮ ম্যাচে মুখোমুখি হয়েছে। মুখোমুখি লড়াই ৫৬ ম্যাচ হেরেছে টাইগাররা। জিতেছে মাত্র ৯ টি ম্যাচ। ৯ টি জয়ের ৮টিই জিতেছে ওয়ানডেতে। আর বাকি ১ টি জয় এসেছে টি-টোয়েন্টিতে। তবে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের স্বাদ গ্রহণ করতে পারেনি বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট