বিপিএলের দশম আসর শেষ হওয়ার আগেই পূর্ণাঙ্গ সিরিজ খেলার লক্ষ্যে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা দল। এরই মধ্যে শেষ হয়েছে দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ পরাজয়ের পর এবার টাইগারদের চোখ আগামীকাল থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে।
এর আগে সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে লড়াই করে শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছিল ৩ রানে। অবশ্য পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে লঙ্কানদের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছিল টাইগাররা। যদিও শেষ ম্যাচে ২৮ রানে হেরে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ হারায় স্বাগতিকরা।
ওয়ানডে সিরিজ খেলতে দুই দল এবার সিলেট থেকে পাড়ি জমিয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামের জুহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৩, ১৫ ও ১৮ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
যেভাবে দেখা যাবে ম্যাচ:
বাংলাদেশ থেকে এই সিরিজ উপভোগ করা যাবে টি স্পোর্টস এবং গাজী টিভিতে। অনলাইনে দেখা যাবে র্যাবিটহোল ও টি স্পোর্টস অ্যাপে। শ্রীলঙ্কায় সরাসরি সম্প্রচার করা যাবে সিয়াথা টিভিতে। ভারতের দর্শকরা দেখতে পারবে ফ্যানকোডের মাধ্যমে। এছাড়াও ভারতের অনলাইনে ডায়ালগ টিভিতে দেখা যাবে সিরিজ। এদিকে যুক্তরাজ্যে টিএনটি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজটি।
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, হন্ডুরাস, ক্যারিবীয় দ্বীপপুঞ্জসহ ২৩ দেশে এই সিরিজ দেখা যাবে উইলো টিভিতে। এছাড়া মধ্যপ্রাচ্যের আরব আমিরাত, বাহরাইন, আলজেরিয়া, ইরান, ইরাক ও সৌদি আরবসহ ২৭ দেশে এই সিরিজ উপভোগ করা যাবে ক্রিকবাজ, স্টারজপ্লে ও ই-লাইফে।
এদিকে ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ পূর্ব এশিয়ার ১০ দেশে খেলা সম্প্রচার করবে ক্রিকবাজ। আর বিশ্বের অন্যান্য প্রান্তে টি স্পোর্টস ও র্যাবিটহোলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে।
এক নজরে ওয়ানডে সিরিজের সময়সূচি:
ম্যাচ | ভেন্যু | তারিখ | সময় |
১ম ওয়ানডে | চট্টগ্রাম | ১৩ মার্চ | দুপুর ২:৩০টা |
২য় ওয়ানডে | চট্টগ্রাম | ১৫ মার্চ | দুপুর ২:৩০টা |
৩য় ওয়ানডে | চট্টগ্রাম | ১৮ মার্চ | সকাল ১০টা |
আরও পড়ুন: টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রোনালদোর নাসরের বিদায়
ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৪/এফএএস