Connect with us
ক্রিকেট

শেষ ম্যাচ হারলেও যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ

সেমিফাইনালের আশা ভেস্তে গেছে অনেক আগেই। ভক্ত সমর্থকরা সমীকরণ কষছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন নিয়ে। সেই পথ আরো সুগম হয়ে গেল নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলংকার বড় পরাজয়ে। বেড়ে গেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার সুযোগ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেঙ্গালুরুতে নিউজিল্যান্ড নেমেছিল সেমিফাইনাল নিশ্চিত করতে এবং শ্রীলংকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে। যেই প্রতিযোগিতায় হেরে বাংলাদেশের জন্য পথটা আরো সহজ করে দিয়েছে শ্রীলঙ্কা।

বিশ্বকাপে ৯ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে শ্রীলংকা। তবে এক ম্যাচ কম খেলে সমান ৪ পয়েন্ট নিয়ে নেট রানরেটের হিসাবে শ্রীলংকার ওপরেই রয়েছে টাইগাররা। বাংলাদেশের মতো ৮ ম্যাচ খেলে ৪ পয়েন্ট রয়েছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডেরও। তাদের অবস্থান যথাক্রমে সপ্তম এবং দশম।

জানা গিয়েছিল ২০২৫ সালের পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। আয়োজক দেশসহ চলতি বিশ্বকাপের শীর্ষ আটটি দল পাবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট। প্রথম ছয়টি দল নিশ্চিত হয়ে গেলেও শেষ দুটি স্থানের জন্য লড়াই করছে বাংলাদেশ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। যেখানে শেষ ম্যাচ হেরে শ্রীলংকা অনেকটা পিছিয়েই পড়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর শ্রীলংকার নেট রানরেট হয়েছে (-১.৪১৯)। এক ম্যাচ কম খেলা বাংলাদেশের নেট রানরেট (-১.১৪২)। সমান ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা নেদারল্যান্ডসের নেট রানরেট (-১.৪৯৯) এবং ইংল্যান্ডের (-১.০৯০)। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ জিতলেই কোন হিসাব-নিকাশ ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করবে।

তবে হেরে গেলেও থাকবে সুযোগ। অজিদের বিপক্ষে পরাজয়ের ব্যবধান রাখতে হবে কম। বাংলাদেশ যদি আগে ব্যাট করে ২০০ রান করে, সে ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে হবে অন্তত ২৩ ওভার পর্যন্ত।

অন্যদিকে অস্ট্রেলিয়া যদি আগে ব্যাটিংয়ে নেমে ৩৬০ রান করে। তবে বাংলাদেশকে কমপক্ষে ২০০ রান করতে হবে নেট রানরেটে শ্রীলংকার আগে থাকার জন্য। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ডস এর হারের দিকেও।

আরও পড়ুন: ডোনাল্ডের পর সাকিবদের দায়িত্ব ছাড়লেন আরেক বিদেশিও

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৩/এসএস/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট