Connect with us
ক্রিকেট

ভারতের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

Bangladesh Cricket Team
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি - সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে আজ (২২ জুন) ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচেও একই ভ্যেনুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল টাইগাররা। বৃষ্টি বিঘ্নিত সে খেলায় ডিএলএস পদ্ধতিতে অজিদের কাছে ২৮ রানে হারে বাংলাদেশ।

এদিকে বিশ্বকাপে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে পয়েন্ট নিতেই হবে বাংলাদেশের। এক্ষেত্রে বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত হলেও তাই অখুশি হওয়ার কথা নয় লাল-সবুজের প্রতিনিধিদের। আর ম্যাচ হেরে গেলেই এবারের মত বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাবে শান্ত-সাকিবদের। কেননা সুপার এইটে প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে বাংলাদেশকে হারতে হয়েছিল।

আরও পড়ুন : সুপার এইটের ম্যাচ বৃষ্টির কবলে পড়লে সমাধান কি?

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছিল টাইগার টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারে জাকের আলী অনিকের জায়গায় সুযোগ পান শেখ মাহেদী। তবে ম্যাচে তেমন প্রভাব রাখতে ব্যর্থ হওয়ায় ভারতের বিপক্ষে আজও মাহেদীকে সুযোগ দেওয়া হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে জানা গেছে, আজকেও মাহেদীকে সুযোগ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অপর দিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আজও হয়তো একাদশের বাইরে থাকতে হবে বাঁ হাতি পেসার শরিফুল ইসলামকে। টুর্নামেন্টে দলের বোলিং ইউনিটকে নেতৃত্ব দেওয়া তাসকিন, মুস্তাফিজ ও তানজিম সাকিবও একাদশে থাকবেন। বরাবরের মত ব্যর্থ টুর্নামেন্ট কাটানো লিটন-তামিম জুটিই দলের ওপেনিংয়ে হাল ধরার আরেকটি সুযোগ পাচ্ছেন।

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, শেখ মাহেদী হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

ক্রিফোস্পোর্টস/২২জুন২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট