Connect with us
ক্রিকেট

কানপুরের উইকেটে কেমন হতে পারে বাংলাদেশের পরিকল্পনা?

কানপুর টেস্ট নিয়ে পরিকল্পনা। ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রীতিমত নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। চেন্নাই টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের স্বাদ পায় টাইগাররা। এবার সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচে কানপুরে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

চেন্নাই টেস্টের আগে উইকেট নিয়ে হয়েছিল বিস্তর আলোচনা। মূলত সেখানে লাল মাটির উইকেট বসানো হলে কোন পিচে খেলা হবে প্রথম ম্যাচ, প্রশ্ন উঠেছিল সেটি নিয়েই। তবে এবার কানপুরে ধারণা করা হচ্ছে ভারতের চিরচেনা কালো মাটির উইকেটেই হবে খেলা।

প্রথম ম্যাচে চেন্নাইয়ের শেষ পর্যন্ত খেলা হয় লাল মাটির উইকেটে। এধরণের পিচে সাধারণত কাদামাটির পরিমাণ কম থাকে। ফলে দ্রুতই শুকিয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি উইকেটে ফাটল ধরে। ফলে ম্যাচে যত সময় গড়াবে এই উইকেটে মাত্রাতিরিক্ত বাউন্স ও টার্ন দেখা যাবে।

যে বিবেচনায় প্রথম ম্যাচে তিনজন করে পেস বোলার খেলিয়েছিল উভয় দল। সেই ম্যাচে পেসাররা সফলতাও পায়। তবে কানপুরে খেলা হওয়ার কথা রয়েছে কালো মাটির উইকেটে। আর তাই নিঃসন্দেহে পরিবর্তন আসতে যাচ্ছে দলের পরিকল্পনা ও একাদশেও।

কেননা কালো মাঠের উইকেট শুরুর দিকে অনেকটা ফ্ল্যাট থাকে। যেখানে পেসাররা শুরুর দিকে বাউন্স পেলেও সময়ের সাথে বাউন্স কমতে থাকবে। আর দিন যত গড়াবে স্পিনাররা দাপট দেখাবে তত বেশি। এখানে উইকেটে ফাটল ধরার সাথে সাথে স্পিনাররা ভালো টার্ন পাবে।

তাই এমন উইকেটে তিনজন করে স্পিনার খেলানোর সম্ভাবনা সব থেকে বেশি। আর এক্ষেত্রে প্রথম টেস্টের একাদশ থেকে একজন করে পেসার বাদ দিতে পারে দলগুলো। অর্থাৎ এক পেসার কমিয়ে স্পিনার বাড়াতে চাইবে উভয় দল।

সম্প্রতি ক্রিকইনফোর এক ভিডিওতে বাংলাদেশকে এমন পরামর্শও দিয়েছেন ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। যেখানে পরের ম্যাচের জন্য তার চাওয়া, টাইগার একাদশে এক পেসার কমিয়ে সেখানে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তাইজুল ইসলামকে আনা হোক।

এছাড়া কানপুরের গ্রীন পার্কের পিচে সময়ের সঙ্গে ব্যাটারদের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাই উভয় দলই চাইবে চতুর্থ ইনিংসে ব্যাট না করতে। এজন্য এই ম্যাচে টস হবে বড় ফ্যাক্টর। যেখানে উভয় দলেরই পরিকল্পনা থাকতে পারে টস জিতে আগে ব্যাটিং করার।

আরও পড়ুন: দেশের মাটিতে সাকিবের খেলা নিয়ে যা বললেন শাহরিয়ার নাফিস

ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট