কিছুদিন আগেই পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার টাইগারদের পরবর্তী টার্গেট ভারত। চলতি সপ্তাহেই ভারত সফরে যাবে বাংলাদেশ দল। যেখানে প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শান্তরা।
এবার বাংলাদেশ সিরিজ নিয়ে বেশ সিরিয়াস ভারত। এরই মধ্যে রোহিত শর্মার নেতৃত্বাধীন ১৬ সদস্যের শক্তিশালী টেস্ট দল ঘোষণা করেছে বিসিসিআই। জানা যায় প্রথম দিকে কোহলি ও বুমরাহকে না রেখে স্কোয়াড ঘোষণার পরিকল্পনা ছিল। তবে পাকিস্তান সিরিজের ফলাফল দেখে কোন সুযোগ নেয়নি ভারত।
ভারত তাদের পূর্ণ শক্তির একাদশ নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে, এমনটা ধারণা করছে দেশটির গণমাধ্যম। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক পারফরম্যান্সের তুলনায় তুলনামূলক অভিজ্ঞদেরই প্রাধান্য দিতে চায় বোর্ড। মূলত অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতি নিতে এমন সিদ্ধান্ত।
এই কারণে ইংল্যান্ড সিরিজে দারুণ পারফর্ম করেও বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ থেকে জায়গা হারাতে পারেন সারফরাজ খান। তার পরিবর্তে ফিরতে পারেন অভিজ্ঞ কেএল রাহুল। দুলীপ ট্রফিতে রান পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়া সফরেও তাকে বিবেচনায় রাখতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এদিকে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়াম বেশ পরিচিত স্পিনারদের স্বর্গরাজ্য হিসেবে। চেন্নাইয়ের উইকেট বিবেচনায় ভারত দলে থাকতে পারে চারজন স্পিনার। অশ্বিন ছাড়াও একাদশে অনেকটাই নিশ্চিত থাকবেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। এ ছাড়া বুমরাহর সঙ্গে পেস অ্যাটাকে থাকতে পারেন মোহাম্মদ সিরাজ।
ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে থাকতে পারেন যশস্বী জয়সওয়াল। তরুণ এই ওপেনারের ওপর ভরসা রাখতে পারে দল। বাঁহাতি-ডানহাতি জুটির এই কম্বিনেশন দলকে এনে দিতে পারে ভালো শুরু। তিন নম্বরে ফিরতে পারেন শুভমান গিল। চার নম্বরে বিরাট কোহলি। উইকেটের পেছনে থাকবেন ঋশভ পান্থ।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋশভ পান্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাহ।
আরও পড়ুন: জার্মানি-নেদারল্যান্ডসের জমে ওঠা ম্যাচে জেতেনি কেউই
ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৪/এফএএস