২০০৭ সালে টি-টোয়েন্টির বিশ্ব আসরের অভিষেক থেকেই নিয়মিত বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। এতদিনে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব এ আসরে সেমিফাইনাল—ফাইনালের পাশাপাশি ট্রফি কেবিনেটে শিরোপা থাকার কথা। অথচ বাংলাদেশের ট্রফি কেবিনেট একদমই ফাঁকা৷ এমনকি নিজেদের ইতিহাসে আইসিসির কোনও বিশ্ব আসরে সেমিফাইনাল কিংবা ফাইনাল কখনোই খেলা হয়নি টাইগারদের। টি-টোয়েন্টিতে কোন বিশ্বকাপে কেমন খেলেছে বাংলাদেশ?
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলার প্রবল সম্ভাবনা ছিল৷ গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেওয়া বাংলাদেশ। সুপার এইটে গিয়েই খেই হারিয়ে ফেলে। ভারত, অস্ট্রেলিয়ার সঙ্গে হারলেও শেষ এক ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করার সুযোগ ছিল। বাংলাদেশ সেখানেও ব্যর্থ হয়৷
নানা নাটকীয়তা ও সমীকরণের ম্যাচে আফগানিস্তানের ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারে তাড়া করতে হতো বাংলাদেশকে। ম্যাচে আশার প্রদীপ জ্বালিয়ে সমর্থকদের হতাশ করে তা নিভে যায়। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুখস্মৃতি থেকে বঞ্চিত হয় টিম বাংলাদেশ।
আরও পড়ুন :
» টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন ঘটনা আগে কখনো ঘটেনি
» টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক কারা?
» টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কে কত পাবে?
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুখস্মৃতি বলতে—গ্রুপপর্বে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারানো, এরপর দক্ষিণ আফ্রিকার সঙ্গে মাত্র ৪ রানের হার, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জয়৷ টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে গ্রুপ পর্বে এতো ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপেও ব্যতিক্রম কিছু হয়নি৷ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সুপার টুয়েলভ থেকে বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। কিন্তু গ্রুপপর্বে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস ছাড়া কোনো দলের বিপক্ষেই জয় পায়নি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর ভারতের কাছে বৃষ্টি আইনে ৫ রানে হেরে যায় বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১
২০২১ সালে সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপে আরও এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম পর্বে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেলেও স্কটল্যান্ডের কাছে হারতে হয় মাহমুদউল্লাহ রিয়াদের দলকে৷ দুই জয়ের কারণে সুপার টুয়েলভ নিশ্চিত হয় বাংলাদেশের। সেখানেও একরাশ ব্যর্থতা৷ শ্রীলঙ্কার কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ৩ রানে হেরে যায় বাংলাদেশ। একই গ্রুপে থাকা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হেরে যায় দলটি। সবমিলিয়ে সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরে বিশ্বকাপ অভিযান শেষ করে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬
ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থতার জয়জয়কার৷ প্রথম পর্বে নেদারল্যান্ডস ও ওমানের বিপক্ষে জয় দিয়ে সুপার টেন নিশ্চিত করে বাংলাদেশ৷ সুপার টেনে অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর সুযোগ ছিল ভারতের বিপক্ষে জয়ের৷ কিন্তু শেষ দিকে ৩ বলে ২ রান নিতে ব্যর্থ হয় মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে সুপার টেনে প্রথমবারের মতো জয়ের সুযোগ তৈরি করেও ব্যর্থতা নিয়ে দেশে ফিরতে হয় টাইগারদের৷
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৪
২০১৪ সালে বাংলাদেশের ঘরের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপেও ব্যর্থতায় ভরা৷ প্রথম পর্বে আফগানিস্তান ও নেপালের বিপক্ষে জয় পেলেও আনকোরা হংকংয়ের বিপক্ষে ২ উইকেটে হেরে যায় বাংলাদেশ। এরপর সুপার টেনে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার কাছে টানা চার ম্যাচে হেরে ঘরের মাঠে বিশ্বকাপ শেষ হয়ে যায় টাইগারদের৷
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১২
২০১২ সালে এশিয়াতে প্রথম আয়োজিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের সুযোগ ছিল ভালো করার৷ কিন্তু গ্রুপপর্ব থেকে বিদায়! নিউজিল্যান্ডের কাছে ৫৯ রান ও পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরে বিশ্বকাপ শেষ করতে হয় বাংলাদেশকে৷
আরও পড়ুন :
» টি-টোয়েন্টি বিশ্বকাপ : হাতছানি দিচ্ছে যত রেকর্ড
» টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০০৯
২০০৯ সালে ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৫ রানে হারের পর নবীন দল অ্যায়ারল্যান্ডের কাছে ৬ উইকেটের হারে আসর শেষ করতে হয় বাংলাদেশকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১০
ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০০৭
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরে বাংলাদেশ শুরুতেই চমকে দেয়৷ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম আসরেই সুপার এইটে খেলে বাংলাদেশ। কিন্তু পাকিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নিতে হয় সেই আসর থেকে৷
টি-টোয়েন্টিতে কোন বিশ্বকাপে কেমন খেলেছে বাংলাদেশ?— এর উত্তর থেকে যায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রায় সব আসরেই হতাশার গল্প লিখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/২৬জুন২৪/টিএইচ/