সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার ক্রিকেটে ভারত পাকিস্তানের ম্যাচের পরই সবচেয়ে বেশি উত্তেজনা লক্ষণীয় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে। ব্যাটে-বলের লড়াইয়ের পাশাপাশি কথার লড়াই এমনকি উদযাপনের মাধ্যমেও পাল্টা-পাল্টি জবাব দিতে দেখা গেছে ক্রিকেটারদের।
চলতি সিরিজে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ‘টাইমড আউট’ উদযাপন করতে দেখা গেছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের। এবার ওয়ানডে সিরিজ জয়ের পর হেলমেট নিয়ে উদযাপন করতে দেখা গেছে মুশফিকুর রহিমকে।
গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে বিরল টাইমড আউটের শিকার হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ম্যাথিউজ নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসার সময় ভুল হেলমেট নিয়ে আসেন। এরপর সেটা পরিবর্তন করতে গিয়ে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ক্রিজে পৌঁছান। আর সেটা নিয়ে সাকিব আবেদন করায় টাইমড আউট হন ম্যাথিউজ। এবার সেই হেলমেটের ঘটনাকে মনে করিয়ে দিতেই হয়ত এমন উদযাপন করেছেন মুশফিকুর রহিম।
ম্যাচের পর মুশফিকের উদযাপন নিয়ে বাংলাদেশ অধিনায়কের কন্ঠে শোনা গেছে ভিন্ন সুর। তার মতে এটা কোনো পালটা উদযাপন নয়, সিরিজ জেতার স্বাভাবিক উদযাপনই ছিল, ‘না আমরা শুধু উদযাপন করেছি। আমাদের মনমতো উদযাপন করেছি। আমাদের মনে যেটা আসছে সেটাই করেছি। সিরিজ জেতার পর স্বাভাবিকভাবে উদযাপন তো হবেই। মুশফিক ভাই তিনটা ম্যাচে যেভাবে খেলেছেন এবং বিশেষ করে তার আজকের ইনিংসটা আমার মতে উনার অনেকগুলা ইনিংসের মধ্যে অন্যতম সেরা ইনিংস, এই তো।’
আজ সোমবার (১৮ মার্চ) সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে তাসকিন-মুস্তাফিজদের বোলিং তোপে ২৩৫ রানেই আটকে যায় সফরকারীরা। জবাবে তানজিদ তামিমের ৮৪ ও মুশফিক-রিশাদদের ক্যামিওতে ৫৮ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়ে টাইগাররা। নিশ্চিত করে সিরিজ জয়।
সিরিজে জিতলেও আরো অনেক উন্নতির জায়গা আছে বলে মনে করেন শান্ত, ‘হ্যাঁ আমরা অনেক কিছু পেয়েছি। তবে কিছু কিছু জায়গায় দক্ষতার উন্নতির প্রয়োজন আছে। আজকের ম্যাচটা আরও ভালোভাবে জিততে পারতাম। তবে দিনশেষে খেলাটা জিততে পেরেছি তাতেই খুশি। সামনের সিরিজগুলোতে কীভাবে আরও ভালো ক্রিকেট খেলতে পারি সেই প্ল্যান করতে হবে।’
আরও পড়ুন: নাগিন ড্যান্স থেকে টাইমড আউট, এবার যুক্ত হলো ‘হেলমেট’ উদযাপন
ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৪/এমটি